দলে দু’জনের বিবাদ চরমে। মধ্যস্থতা করতে হচ্ছে দিল্লির হাইকম্যান্ডকে। এক জনের ডাকা পরিষদীয় দলের বৈঠক এড়িয়ে অন্য জন বারাণসী চলে গিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে! তবু বন্ধু ‘ডাক্তার’কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না বিরোধী দলনেতা। বারাণসীতে মানস ভুঁইয়াকে বুধবার ফোন করে তাঁর দীর্ঘায়ু এবং শুভ কামনা করলেন আব্দুল মান্নান। ধন্যবাদ জানান মানস। রাহুল গাঁধীর নির্দেশে দিল্লিতে এআইসিসি-র বঙ্গ পর্যবেক্ষক সি পি জোশীর ডাকা বৈঠক যে ১০ অগস্ট পিছিয়ে গিয়েছে, অবসরে দুই বন্ধুর আলোচনা হয়েছে তা নিয়েও। রাতে কলকাতা ফিরেছেন মানস। মুখোমুখি আলোচনা এখনও বন্ধ। তবু দূরভাষে শুভেচ্ছাটা থাকল!