কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে জাপানে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সে দেশের রাজধানী টোকিয়োয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলে যান তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার পর প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মারকস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, প্রতিনিধিদলের সদস্য হিসাবে জাপান সফরে যাওয়া অভিষেক তাঁর ঠাসা কর্মসূচির মধ্যেই সময় বার করে প্রয়াত দুই বিশিষ্ট বাঙালিকে শ্রদ্ধা নিবেদন করেন।
তবে রাসবিহারীর সমাধিস্থলে রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে দুঃখপ্রকাশ করেন অভিষেক। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তিনি জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ এবং ভারতীয় দূতাবাসকে অনুরোধ করেন। সমাজমাধ্যমে একটি পোস্ট করে অভিষেক লেখেন, “বাংলার এই মহান সন্তানকে শ্রদ্ধা এবং পুষ্পার্ঘ্য নিবেদন করতে পেরে গর্ব এবং শিহরন অনুভব করছি। স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার জন্য ভারত তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে।” একই সঙ্গে তিনি লেখেন, “তাঁর (রাসবিহারী) সমাধিস্মারক এই ভাবে অবহেলায় পড়ে রয়েছে, এটা দেখে খারাপ লাগল। আমি আমাদের রাষ্ট্রদূত এবং টোকিয়োর ভারতীয় দূতাবাসকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানাচ্ছি

টোকিয়োয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
তা ছাড়াও রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে জাপানের কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব সাউয়ের সঙ্গে পৃথক একটি বৈঠক করেন অভিষেক।
সন্ত্রাসবাদ প্রশ্নে ভারতের অবস্থান এবং পাকিস্তানের মদতের বিষয়টি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছে কেন্দ্রের সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা-এর নেতৃত্বাধীন যে প্রতিনিধিদলটি জাপানে গিয়েছে, তার অন্যতম সদস্য অভিষেক।
আরও পড়ুন:
সঞ্জয়ের নেতৃত্বাধীন দলটি বৃহস্পতিবার টোকিয়ো পৌঁছে জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে দেখা করে। আলোচনায় সন্ত্রাসবাদ মোকাবিলায় গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং কূটনীতির উপরে জোর দেওয়া হয়। পরে প্রতিনিধিদলের সদস্যেরা জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দৃঢ় অবস্থানের বিষয়টি তাঁকে জানানো হয়। সূত্রের খবর, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থানকে সমর্থন করেন জাপানের বিদেশমন্ত্রী। জাপানে যাওয়া প্রতিনিধিদলটিতে সঞ্জয়, অভিষেক ছাড়াও রয়েছেন বিজেপির অপরাজিত সারঙ্গী, ব্রিজলাল, প্রধান বড়ুয়া, হেমাঙ্গ জোশী। রয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ, সিপিএমের জন ব্রিটাস এবং প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার। টোকিয়ো পৌঁছে বৃহস্পতিবার সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন অভিষেক।