Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বর্ধমানে জোড়া দুর্ঘটনায় মৃত চার

বৃহস্পতিবার, নবমীর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল ওই দলের তিন জনের। পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গলসির খানো মোড়ের ঘটনা

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ০১:৫৭
Share: Save:

ফি বছরই এই সময়ে ‘ডাঁসাই পরব’ উপলক্ষে এই দলটি আদিবাসী নৃত্য পরিবেশন করতে যায়। এ বারেও গিয়েছিল। কিন্তু আর বাড়ি ফেরা হল না ওই দলের কয়েক জন সদস্যের। বৃহস্পতিবার, নবমীর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল ওই দলের তিন জনের। পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গলসির খানো মোড়ের ঘটনা।
পুলিশ জানায়, মৃত চুরকো সোরেনের (৪৮) বাড়ি গলসির সোনাডাঙায়। অন্য দু’জন মৃত শিল্পী বরকা বেসরা (৩৫) ও সুনীল মুর্মু (৩১) আউশগ্রামের রাধামোহনপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন জন-সহ ছ’-সাত জনের ওই দলটি গলসির দাদপুরে নৃত্য পরিবেশন করতে যায়। সেখানে নৃত্য পরিবেশন করে গাড়িতে চড়ে বাড়ি ফিরছিল দলটি। রাত ৮টা নাগাদ খানো মোড় এলাকায় বর্ধমানগামী একটি সরকারি বাসের ধাক্কায় গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। অন্য এক জনের মৃত্যু হয় বর্ধমান মে়ডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই হাসপাতালেই চিকিৎসাধীন সুরিয়া হেমব্রম ও কানু হেমব্রম নামে ওই দলের দু’জন। জল্পা মাড্ডি নামে এক জনকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করানো হয়েছে। জখমদেরও বাড়ি রাধামোহনপুরে। হাসপাতালের শয্যায় শুয়ে কানুবাবু বলেন, ‘‘লেন-বদল করছিল আমাদের গাড়িটা। তখনই বাস ধাক্কা মারে।’’
এই ঘটনার কথা গ্রামে পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া। বোধন সরেন, লক্ষ্মী মুর্মু, সীমা মাড্ডি-সহ রাধামোহনপুরের বাসিন্দাদের একাংশের বক্তব্য, ‘‘আর বাইরে কোথাও অনুষ্ঠান করতে যাব কি না, এ বার তা ভাবব। এমনটা ঘটবে দুঃস্বপ্নেও ভাবিনি।’’ স্থানীয় পঞ্চায়েত মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। ওই দিনই রাত সাড়ে ১০টা নাগাদ জাতীয় সড়কেই পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের কাছে মোটরবাইকের ধাক্কায় শ্যামল ঘোষ (৫৭) নামে স্থানীয় এক জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইকে ওঠার সময়ে অন্য একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Tribal Bus Accident Village
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE