Advertisement
১৯ মে ২০২৪

অ্যাসিড হানায় ক্ষতিপূরণ কেন সহজ হবে না

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্যে অ্যাসিড আক্রান্তদের দু’দফায় ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। অথচ আইনি জটিলতায় ক্ষতিপূরণ পেতে কালঘাম ছুটছে আক্রান্তদের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ০৩:৩২
Share: Save:

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্যে অ্যাসিড আক্রান্তদের দু’দফায় ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। অথচ আইনি জটিলতায় ক্ষতিপূরণ পেতে কালঘাম ছুটছে আক্রান্তদের। এই সমস্যা নিয়ে শনিবার রাজ্য জলসম্পদ ভবনে আলোচনাসভার আয়োজন করে রাজ্য মহিলা কমিশন ও স্টেট লিগাল সার্ভিস কমিশন (সালসা)।

কোনও অ্যাসিড-আক্রান্ত পুলিশে অভিযোগ জানালে তা নিয়ে মামলা হয়। রায় বেরনোর আগেই তিনি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস কমিশনের (ডালসা) কাছে ক্ষতিপূরণের দাবি জানাতে পারেন। সে ক্ষেত্রে পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগের প্রতিলিপি ও চিকিৎসার নথি জমা দিতে হয় ডালসায়। তার পর কমিশন সিদ্ধান্ত নেয়, আক্রান্ত ক্ষতিপূরণ পাবেন কিনা, পেলে কত। ক্ষতিপূরণের এক লক্ষ টাকা দিতে হয় কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ১৫ দিনের মধ্যে। বাকি দু’লক্ষ দু’মাসের মধ্যে।

সালসা-র সভাপতি ও কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু পরামর্শ দেন, যে থানাতে অ্যাসিড হানার অভিযোগ দায়ের হবে এবং যে হাসপাতালে অ্যাসিড আক্রান্তের প্রাথমিক চিকিৎসা হবে, তারা সব নথিপত্র জেলার পুলিশ সুপারকে পাঠাক। এসপি সে সব নথি ডালসায় পাঠাবেন। ডালসা আক্রান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেবে। বিচারপতির পরামর্শকে স্বাগত জানিয়েছেন সকলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Acid Victims Compensation Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE