বেঙ্গালুরুতে সম্প্রতি অগ্নিদগ্ধ হয়ে মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের এক জন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। ওই চাকরির বদলে তাঁদের এলাকার স্কুল, পঞ্চায়েত বা বিডিও দফতরে স্থায়ী চাকরি দেওয়ার দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বহরমপুরের পাঁচপীরতলা, নগরাজোল এবং হরিহরপাড়ার খিদিরপুর গ্রামে মৃত সাত শ্রমিকের বাড়িতে রবিবার গিয়েছিলেন প্রাক্তন সাংসদ। মৃত মিনারুল শেখের বাড়িতে গিয়ে অধীর ভিডিয়ো কলে কথা বলেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাওয়ের সঙ্গে। মুর্শিদাবাদের শ্রমিকেরা বেঙ্গালুরুতে হাসপাতালে ভর্তি থাকার সময়ে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেই কথা বলে তাঁদের চিকিৎসা ও পরে মরদেহ বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেছিলেন অধীর। ওই পরিবারগুলির সঙ্গে দেখা করে অধীর বলেন, ‘‘গ্রামের মহিলারা কোলের শিশু নিয়ে কি হোমগার্ডের চাকরি করবেন? গ্রামে তাঁদের কাজের ব্যবস্থা হোক। স্থানীয় স্কুল বা পঞ্চায়েতে তাঁদের স্থায়ী চাকরি দিক সরকার।’’ সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী। পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা পরিচয়পত্র তৈরির দাবিও ফের তুলেছেন অধীর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)