বিহারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলায় ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় সব রকম সতর্কতা রাখতে হবে বলে নিবার্চন কমিশনের কাছে দাবি জানালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তাঁর হুঁশিয়ারি, ‘ভোট চুরি’ কোনও ভাবেই মেনে নেবে না কংগ্রেস। পাশাপাশি, এসআইআর-এর জন্য ভোটারদের কাছে বাবা-মায়ের জন্মের শংসাপত্র চাওয়া নিয়ে ফের প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এসএসকেএম হাসপাতালের দ্বিতীয় উডবার্ন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার এসআইআর প্রসঙ্গ এনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘এই যে বলছে বাবা-মায়ের শংসাপত্র দাও এসআইআর-এর জন্য, কোত্থেকে দেবে! আমাদের সময় জন্মের শংসাপত্র কোথায়? স্কুলের শংসাপত্রকেই আমরা জন্মের প্রমাণ ধরি। তখন প্রাতিষ্ঠানিক প্রসব কোথায়? তখন ৪%-ও হত না। শুধু কলকাতায় যাঁরা থাকত, কাছাকাছি মেডিকেল কলেজ হাসপাতালের সুবিধা পেত। গ্রামে যাঁরা থাকত, তাঁরা সেই সুযোগ পেত না।’’ তাঁর সংযোজন, ‘‘এখন ৯৯%-এর বেশি প্রাতিষ্ঠানিক প্রসব হচ্ছে। এখন বাচ্চারা জন্মের শংসাপত্র পাবে।’’
দিল্লি থেকে ফেরার পথে এ দিনই কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে এসআইআর প্রসঙ্গে কথা বলেছেন কংগ্রেস নেতা অধীর। কমিশনের কাছে তাঁর দাবি, কোনও ‘বৈধ’ ভোটারের নাম কোনও ভাবেই বাদ দেওয়া যাবে না এবং কাগজপত্রের নামে প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিকদের হয়রানি মেনে নেওয়া যাবে না। পরে অধীর বলেছেন, ‘‘বিহারে এসআইআর হয়ে যাওয়ার পরে বেশি নজর এখন বাংলায় থাকবে। কমিশনকে বলেছি, বাংলায় এসআইআর-এর নামে কোনও অন্যায় হলে অনেক বড় প্রতিবাদ হবে। তালিকায় গোলমাল করে ভোট চুরি চলবে না!’’ সিইও অবশ্য আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে এসআইআর শুরুর দিনক্ষণ সংক্রান্ত বার্তা পেলে এখানে সর্বদল বৈঠক ডেকে আগে গোটা প্রক্রিয়া আলোচনা করে নেওয়া হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)