Advertisement
১১ মে ২০২৪
TMC

গুলিকাণ্ডের জেরে রাতারাতি বদল, হাসপাতালে ভর্তি আদিত্যই বাঁশবেড়িয়ার নয়া পুর প্রশাসক

মঙ্গলবার কালীপুজোর বাজার করতে গিয়েছিলেন আদিত্য। তাঁর পিঠে গুলি লাগে। সেই নিয়ে দিনভর তোলপাড় হয় ওই এলাকায়।

বাঁশবেড়িয়ার নয়া পুর প্রশাসক আদিত্য নিয়োগী। সরানো হল অরিজিতা শীলকে।

বাঁশবেড়িয়ার নয়া পুর প্রশাসক আদিত্য নিয়োগী। সরানো হল অরিজিতা শীলকে।

নিজস্ব সংবাদদাতা
বাঁশবেড়িয়া শেষ আপডেট: ১২ মে ২০২১ ১০:৩২
Share: Save:

গুলিকাণ্ডে নাম জড়িয়েছে স্বামীর। দুর্নীতি নিয়ে আঙুল উঠছে তাঁর দিকেও। ২৪ ঘণ্টাও হয়নি এ সব নিয়ে জলঘোলা শুরু হয়েছে। তার মধ্যেই বাঁশবেড়িয়া পুরসভার প্রশাসক পদ থেকে সরানো হল অরিজিতা শীলকে। তাঁর জায়গায় আনা হল প্রাক্তন উপ পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা আদিত্য নিয়োগীকে। গুলিবিদ্ধ হওয়ার পর জখম অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তিনি। মঙ্গলবার সকালে অরিজিতার স্বামী সত্যরঞ্জন ওরফে সোনা শীলই তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ।

মঙ্গলবার সকালে বেলতলা বাজারে গুলি চলার ঘটনা ঘটে বলে অভিযোগ। সেখানে কালীপুজোর বাজার করতে গিয়েছিলেন আদিত্য। তাঁর পিঠে গুলি লাগে। সেই নিয়ে দিনভর তোলপাড় হয় ওই এলাকায়। সেই পরিস্থিতিতিতে মঙ্গলবারই পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে অরিজিতাকে সরিয়ে আদিত্যকে পুর প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয় কিছু ক্ষণের মধ্যে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আদিত্যর সঙ্গে সোনার দীর্ঘ দিনের দ্বন্দ্ব। পুরসভার প্রাক্তন প্রশাসক অরিজিতা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে আর্থিক তছরুপ এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ রয়েছে। ভোটের আগে গোপনে বিজেপি-র সঙ্গে তাঁরা যোগাযোগ রেখেছিলেন বলেও শোনা গিয়েছে। আদিত্যকে খুনের পরিকল্পনা ছিল বলে অভিযোগ করছে তৃণমূল। যদিও এর সঙ্গে তাঁর বা তাঁর স্বামীর কোনও যোগ নেই বলে দাবি অরিজিতার। তদন্ত না করে কাউকে কালিমালিপ্ত করা উচিত নয় বলে মত তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Municipality bansberia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE