Advertisement
E-Paper

দুই পরীক্ষায় ফের কামাল মেয়েদেরই

আইসিএসই-তে দ্বিতীয় দেবশ্রী ৯৯.২০% নম্বর পেয়েছে। আইএসসি, আইসিএসই-তে এ রাজ্যের পড়ুয়ারা কয়েক বছর ধরেই মেধা-তালিকার উপর দিকে থাকছেন। ২০১৫ সালে জোকা বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র অর্ক চট্টোপাধ্যায় আইএসসি-তে প্রথম হন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ০৪:৫৭
আইএসসি (দ্বাদশ)-তে প্রথম অনন্যা মাইতি এবং মাধ্যমিকে প্রথম অন্বেষা পাইন।

আইএসসি (দ্বাদশ)-তে প্রথম অনন্যা মাইতি এবং মাধ্যমিকে প্রথম অন্বেষা পাইন।

মাধ্যমিকে প্রথম অন্বেষা পাইন।

সিবিএসই দ্বাদশে প্রথম রক্ষা গোপাল।

আইএসসি (দ্বাদশ)-তে প্রথম অনন্যা মাইতি।

আইসিএসই-তে দ্বিতীয় দেবশ্রী পাল।

রাজ্য থেকে দিল্লি বোর্ড, প্রায় সব পরীক্ষাতেই মেয়েদের জয়রথ এগোচ্ছে তরতরিয়ে। বাকি শুধু উচ্চ মাধ্যমিক। তার ফল আজ, মঙ্গলবার বেরোনোর কথা। মেয়েদের দাপট ছাড়াও যে-বিষয়টি উল্লেখযোগ্য, তা হল, কলা বিভাগের জয়জয়কার। সিবিএসই-র রক্ষা এবং আইএসসি-র অনন্যা দু’জনেই কলা বিভাগের।

আইএসসি-তে প্রথম অনন্যা কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী। আর আইসিএসই-তে দ্বিতীয় দেবশ্রী বারাসতের অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের পড়ুয়া। ওই দু’জন ছাড়াও এই দুই পরীক্ষার মেধা-তালিকায় ছাত্রীরা রয়েছেন বেশ বড় সংখ্যায়। পাশের হারেও এই দুই পরীক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। ছাত্র-ছাত্রী নির্বিশেষে আইএসসি-তে এ বার বাংলার দাপট উল্লেখ করার মতো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়— তিন শীর্ষ স্থানেই বাংলার ছেলেমেয়েরা।

অনন্যা পেয়েছেন ৯৯.৫০% নম্বর। সিবিএসই দ্বাদশে প্রথম রক্ষা গোপাল ৯৯.৬০% নম্বর পেয়েছেন। আইএসসি-তে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র দেবেশ লাখোটিয়া। তিনি পেয়েছেন ৯৯.২৫% নম্বর। ৯৯% নম্বর পেয়ে তৃতীয় স্থানে আছেন সেন্ট জেভিয়ার্সের অনন্ত কোঠারি এবং সৌগত চৌধুরী। সৌগত ২০১৫ সালে আইসিএসই পরীক্ষায় প্রথম হন।

আইসিএসই-তে দ্বিতীয় দেবশ্রী ৯৯.২০% নম্বর পেয়েছে। আইএসসি, আইসিএসই-তে এ রাজ্যের পড়ুয়ারা কয়েক বছর ধরেই মেধা-তালিকার উপর দিকে থাকছেন। ২০১৫ সালে জোকা বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র অর্ক চট্টোপাধ্যায় আইএসসি-তে প্রথম হন। সে-বারেই আইসিএসই-তে যুগ্ম ভাবে প্রথম হন সেন্ট জেভিয়ার্সের সৌগত। ২০১৬ সালে আইসিএসই পরীক্ষায় তৃতীয় হয়েছিল লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের ছাত্র, অন্য এক অর্ক চট্টোপাধ্যায় এবং জোকা বিবেকানন্দ মিশন স্কুলের ঐন্দ্রিলা ভদ্র। আইএসসি-তে তৃতীয় হয়েছিলেন পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের অর্কদেব সেনগুপ্ত এবং ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটির কবিতা দেশাই।

আরও পড়ুন: কাশ্মীর নিয়ে রাওয়তের সুরেই সুর রাজনাথের

এ বছর আইসিএসই-তে পাশের হার ৯৮.৫৩%। দেশ জুড়ে এই পরীক্ষা দিয়েছিল এক লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন। আইএসসি পরীক্ষা দিয়েছিলেন ৭৩ হাজার ৬৩৩ জন ছাত্রছাত্রী। পাশের হার ৯৬.৪৭%।

আইসিএসই-তে প্রথম হয়েছে দু’জন। পুণের হাচিংস হাইস্কুলের মুসকান আব্দুল্লা পাঠান এবং বেঙ্গালুরুর জেপি নগর সেন্ট পলস ইংলিশ স্কুলের অশ্বিন রাও। দেবশ্রীর সঙ্গে দ্বিতীয় মুম্বইয়ের গ্রিনলনস হাইস্কুলের ফরজান হোসি ভারুচা।

সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল এবং হেরিটেজ স্কুল ছাড়াও রাজ্যের বেশ কিছু স্কুলের পড়ুয়ারা বেশ ভাল ফল করেছেন। সাধারণত কলকাতার স্কুলগুলি এই দুই পরীক্ষায় উপরের দিকে থাকেন। গত দু’বছর জোকার বিবেকানন্দ মিশন স্কুল নজর কেড়েছিল। এ বারেও তাদের ফল ভাল। শহর থেকে দূরের স্কুলগুলির পড়ুয়ারাও উপর দিকে রয়েছেন। এ বার অনন্যার স্কুল অক্সিলিয়াম কনভেন্টের পাশাপাশি সাফল্যের তালিকায় উজ্জ্বল ডানকুনি মেথডিস্ট স্কুল, বেলঘরিয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, বীরভূমের সেন্ট টেরেসা’স স্কুল, বারুইপুরের হোলি ক্রস স্কুল, চন্দননগরের সেন্ট জোসেফ’স কনভেন্ট প্রভৃতি।

ISC Results 2017 ICSE Results 2017 Girls Merit List
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy