এক সপ্তাহে দু’দিন। সোমবারের পরে শুক্রবারেও স্তব্ধ আদালত।
আদালতে হুটহাট কর্মবিরতির ডাক দিলে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ফের কাজ বন্ধ রেখেই সেই উদ্যোগের প্রতিবাদ জানাল আইনজীবী সংগঠন। দেশ জুড়ে আইনজীবীদের কর্মবিরতির জেরে শুক্রবার ভুগতে হল এ রাজ্যের বিভিন্ন আদালতের বিচারপ্রার্থীদেরও।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে-সহ অধিকাংশ বিচারপতি নির্দিষ্ট সময়ে আদালতে বসেন। তালিকা ধরে মামলা ওঠার ডাকও দেন আদালতের অফিসারেরা। কিন্তু বেশির ভাগ মামলায় দু’পক্ষের আইনজীবী না-থাকায় শুনানি হয়নি।
হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরঞ্জন দাশগুপ্ত জানান, বার কাউন্সিল অব ইন্ডিয়ার ডাকা কর্মবিরতিতে যোগ দিতে অনুরোধ করেছিল রাজ্য বার কাউন্সিল। সেই অনুরোধ মানা হবে কি না, সংগঠনের সভা ডেকে সদস্যদের মত জানতে চাওয়া হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্য এ দিন কর্মবিরতি পালনে মত দেন।