অমিতাভ বচ্চনের মুখোমুখি বসে ব্যক্তিগত প্রশ্ন করলেন কার্তিক আরিয়ান। প্রশ্ন শুনে যেন আকাশ থেকে পড়লেন বর্ষীয়ান তারকা। জয়া বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কার্তিক সেই বিষয়েই প্রশ্ন করলেন ‘বিগ-বি’কে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান। সেখানে অমিতাভের চোখে চোখ রেখেই একের পর এক প্রশ্ন করেন অভিনেতা। কার্তিক জিজ্ঞাসা করেন, অমিতাভের সমাজমাধ্যমের পাসওয়ার্ড কি জয়া জানেন? এই শুনে আঁতকে উঠে ‘বিগ-বি’ বলেন, “পাগল নাকি? আমি এটা ওকে বলব?”
আরও পড়ুন:
-
কেন অমিতাভের পা ছুঁয়েছেন দিলজিৎ? গায়কের পাগড়ি পরে পা স্পর্শই নাকি রাগের একমাত্র কারণ নয়!
-
অমিতাভ-দিলজিৎ কাণ্ডে নয়া মোড়, অনুষ্ঠানে খালিস্তানিদের হুমকি! গান বন্ধের দাবি, আর কী ঘটল?
-
দীপিকার আট ঘণ্টা কাজের দাবি নিয়ে বিতর্ক! ৮৩ বছর বয়সে দিনে কতক্ষণ কাজ করেন অমিতাভ?
-
‘ঠিক যেন জয়া বচ্চন’! রেখার আচরণের সঙ্গে মিল পাওয়া গেল অমিতাভ-পত্নীর? কী ভাবে?
এখানেই শেষ নয়। বার্ধক্যের জন্য খাবারে নানা রাশ টানতে হয়। কিন্তু অমিতাভ কি জয়াকে লুকিয়ে নানা রকমের খাবার খান? এই প্রশ্ন শুনেও চক্ষু চড়কগাছ হয়ে যায় অমিতাভের। এই এপিসোডে অমিতাভকে হাত দিয়ে কোরিয়ান ‘হৃদয়’ তৈরি করার কায়দাও শিখিয়ে দেন অভিনেতা।
এই এপিসোডে কার্তিকের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তাঁর তাঁদের ছবি ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’র প্রচার করলেন এই অনুষ্ঠানে। এই ছবির ঝলক থেকেই সাড়া পড়েছিল। ঝলকে প্রাক্তন প্রেমিক-প্রেমিকা কার্তিক ও অনন্যাকে চুম্বন করতে দেখা গিয়েছিল। এই ছবি ছড়িয়ে পড়তেই নেটাগরিক প্রশ্ন করেছিল, ফের কি ভাঙা সম্পর্কে জোড়া লাগল?
উল্লেখ্য, ২০১৯ সালে ‘পতি পত্নী অউর উয়ো’ ছবিতে জুটি বেঁধেছিলেন অনন্যা ও কার্তিক। সেই সময়ে পর্দার রসায়ন নাকি বাস্তবেও ছড়িয়ে পড়েছিল। অনন্যার মা-ও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কন্যার সঙ্গে কার্তিকের জুটি তাঁর খুবই পছন্দ।