E-Paper

পুরুষ কমিশনের দাবি অগ্নিমিত্রার

অগ্নিমিত্রার বক্তব্য, “অনেক সময়েই পুরুষদের নির্যাতন, খুন করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানোর মতো ঘটনাও ঘটছে। আইনি ও মানসিক ভাবে হেনস্থার মুখে পড়ছেন তাঁরা। তাই মহিলা ও শিশুদের জন্য যেমন কমিশন আছে, তেমনই অবিলম্বে পুরুষ কমিশন চালু হওয়া দরকার।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ০৮:৫২
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। —ফাইল চিত্র।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এ বার রাজ্যে পুরুষ কমিশন তৈরির দাবি তুললেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিধানসভায় সোমবার অধিবেশনের উল্লেখ-পর্বে এই দাবি জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রার বক্তব্য, “অনেক সময়েই পুরুষদের নির্যাতন, খুন করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানোর মতো ঘটনাও ঘটছে। আইনি ও মানসিক ভাবে হেনস্থার মুখে পড়ছেন তাঁরা। তাই মহিলা ও শিশুদের জন্য যেমন কমিশন আছে, তেমনই অবিলম্বে পুরুষ কমিশন চালু হওয়া দরকার।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Agnimitra Paul BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy