E-Paper

জমির জট কাটানোর নির্দেশ নানা দফতরকে

প্রসঙ্গত, এ দিনের বৈঠকে সরাসরি প্রসঙ্গটি না উঠলেও, বিশেষজ্ঞ মহল মনে করিয়ে দিচ্ছে যে, অমৃতসর-ডানকুনি পণ্য করিডর গঠনের কাজে জমি অন্যতম একটি বাধা হয়ে ছিল। রাজ‍্য সরকার বেশিরভাগ (প্রায় ৯৮%) জমি দিলেও, এখনও কিছুটা বাকি রয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৭

— প্রতীকী চিত্র।

জমি-জটে কেন্দ্রের অনেক প্রকল্প যে আটকে থাকছে, বারে বারে সেই অভিযোগ উঠেছে রাজ‍্যের বিরুদ্ধে। বিশেষ করে রেল মন্ত্রক এ নিয়ে রাজ‍্যকে একাধিক বার চিঠি দিয়েছে। আজ, শনিবার কেন্দ্রীয় বাজেট পেশের আগে, শুক্রবার রাজ্য সরকার সংশ্লিষ্ট দফতরগুলিকে জমি-জট কাটানোর নির্দেশ দিয়েছে।

সূত্রের দাবি, এ দিন এ নিয়ে বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থের নির্দেশ, দ্রুত রেলের প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় জমির ব‍্যবস্থা করতে হবে। এ ব্যাপারে পরিবহণ দফতরকেও বাড়তি দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, অনেক জায়গায় রেলওয়ে ওভার ব্রিজ, আন্ডার পাস তৈরির জমি প্রয়োজন। রেলের অনেক জমি জবরদখলের অভিযোগ ছিল। তা খতিয়ে দেখতে বলা হয়েছে। রেলের জমির তথ‍্যভান্ডার সংশোধনের অগ্রগতিতে অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন রেল কর্তৃপক্ষ। তাতে রেলের মালিকানাধীন কোনও জমি অন‍্য নামে থাকলে তা বদলানো হচ্ছে।

প্রসঙ্গত, এ দিনের বৈঠকে সরাসরি প্রসঙ্গটি না উঠলেও, বিশেষজ্ঞ মহল মনে করিয়ে দিচ্ছে যে, অমৃতসর-ডানকুনি পণ্য করিডর গঠনের কাজে জমি অন্যতম একটি বাধা হয়ে ছিল। রাজ‍্য সরকার বেশিরভাগ (প্রায় ৯৮%) জমি দিলেও, এখনও কিছুটা বাকি রয়ে গিয়েছে। জমি দেওয়ার এই প্রক্রিয়াও বেশ দীর্ঘায়িত হচ্ছে। যা নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একাধিক বার রাজ্যকে চিঠি দিয়েছিলেন। জট কাটানোর বার্তা কার্যকর হলে এই প্রকল্পগুলিও গতি পাবে বলে মনে করা হচ্ছে।

পর্যবেক্ষকদের একাংশ জানাচ্ছেন যে, গত কেন্দ্রীয় বাজেটে (২০২৪-২৫ আর্থিক বছরের জন‍্য) পরিকাঠামো খাতে বিপুল বরাদ্দের ঘোষণা হয়েছিল। আসন্ন বাজেটেও (২০২৫-২৬ আর্থিক বছরের জন‍্য) পরিকাঠামো খাতে উল্লেখযোগ্য বরাদ্দ থাকবে বলে আশা করা হচ্ছে। কিন্তু তার লাভ পেতে হলে জমি-সহ বাকি বিষয়গুলি সুগম রাখতে হবে। সেই কারণেই জমির প্রয়োজন মেটাতে মুখ‍্যসচিবের বার্তা তাৎপর্যপূর্ণ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Government Land West Bengal government Central Government Union Budget 2025

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy