গণতান্ত্রিক মহিলা সমিতির নতুন রাজ্য সম্পাদক হলেন মোনালিসা সিন্হা। বিদায়ী সম্পাদক ছিলেন কনীনিকা ঘোষ। সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত জাহানারা খান। দক্ষিণ ২৪ পরগনায় মহিলা সমিতির প্রাক্তন জেলা সম্পাদক মোনালিসাকে রাজ্যের দায়িত্ব দেওয়ার পাশাপাশি সিপিএমের এই গণ-সংগঠনের ৩০তম রাজ্য সম্মেলনের শেষ দিনে, মঙ্গলবার গঠিত হয়েছে ১১৮ জনের রাজ্য কমিটি এবং ৩৭ জনের রাজ্য সম্পাদকমণ্ডলী।
পত্রিকা সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে দীপু দাস ও পাপড়ি দত্ত। রাজ্যের সব জেলা থেকে মোট ৩৬ জন প্রতিনিধি আলোচনা করেছেন। প্রসঙ্গত, প্রকাশ্য সমাবেশের পরে রবিবার থেকে জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে রাজ্য সম্মেলন শুরু হয়েছিল। সম্মেলন নগর, কক্ষের নামকরণ করা হয়েছিল যথাক্রমে প্যালেস্টাইনের সংহতিতে এবং আর জি কর-কাণ্ডে নিহতের স্মৃতিতে। সম্মেলন থেকে নারী নিরাপত্তার প্রশ্নে বুথ স্তরে লড়াইয়ের পাশাপাশি এই ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন নেতৃত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)