Advertisement
E-Paper

বাগডোগরা থেকেই সোজা মুম্বই, বেঙ্গালুরু

এএআই সূত্রের খবর, শিলিগুড়ি থেকে মুম্বই এবং বেঙ্গালুরুর বিমানের যে যথেষ্ট চাহিদা রয়েছে, সমীক্ষা করে তা জেনেছে দুই বিমান সংস্থা। সেই সঙ্গে আগামী ২৯ মার্চ থেকে বাগডোগরায় পুরোপুরি আইএলএস পরিষেবা চালু হয়ে যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০৩:৪৮
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

গরমের মরসুমে উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর। বাগডোগরা থেকে চালু হতে চলেছে মুম্বই এবং বেঙ্গালুরু যাওয়ার সরাসরি বিমান পরিষেবা। সোমবার সন্ধ্যায় এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এএআই) তরফে বাগডোগরা বিমানবন্দরের গ্রীষ্মকালীন সময়সূচি ঘোষণা করা হয়েছে। তাতে নতুন করে বেঙ্গালুরুর সঙ্গে মুম্বইতেও বাগডোগরা থেকে সরাসরি বিমান চালাবে স্পাইসজেট। গত বছর কয়েক মাস চালিয়ে স্থগিত রাখলেও আবার সরাসরি মুম্বইয়ের বিমান চালু করছে জেট এয়ারওয়েজও। আগামী ২৫ মার্চ থেকেই উড়ানগুলো চালু হবে। গরমের সূচিতে সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা অবধি বাগডোগরায় বিমান চলাচল করবে।

এএআই সূত্রের খবর, শিলিগুড়ি থেকে মুম্বই এবং বেঙ্গালুরুর বিমানের যে যথেষ্ট চাহিদা রয়েছে, সমীক্ষা করে তা জেনেছে দুই বিমান সংস্থা। সেই সঙ্গে আগামী ২৯ মার্চ থেকে বাগডোগরায় পুরোপুরি আইএলএস পরিষেবা চালু হয়ে যাবে। এতে আগামীতে সকালে বা সন্ধ্যায় নতুন বিমান যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। মুম্বইয়ের দু’টি বিমান সপ্তাহে প্রতিদিনই থাকছে। সেখানে বেঙ্গালুরুর বিমানটি সপ্তাহে ছ’দিন।

এতদিন কলকাতা, দিল্লি বা গুয়াহাটি হয়ে যেতে হত ওই দুই সহরে। এতে সময় অনেক বেশি লাগত। ভাড়াও বেশি দিতে হত।

বিমানবন্দর অধিকর্তা রাকেশ সহায় বলেন, ‘‘মার্চ থেকে অক্টোবর অবধি বিমানবন্দর থেকে এই সূচিতে বিমান চলবে। এরপরে শীতকালীন সূচি আসবে। নতুন দু’টি গন্তব্য মিলিয়ে ২৬টি বিমান বিমানবন্দর থেকে রোজ যাতায়াত করবে।’’

বিমানবন্দর সূ্ত্রের খবর, গত বছর মার্চ নাগাদ সকালের দিকে মুম্বইয়ের সরাসরি বিমান পরিষেবা চালু করে জেট। কিন্তু জুনে পাহাড়ে আন্দোলন শুরু হতেই টিকিট বিক্রিতে কিছুটা ভাটা পড়লে উড়ান স্থগিত করে জেট। এ বার আবার তা চালু হয়েছে।

মুম্বই ও বেঙ্গালুরুতে পড়াশোনা করতে বা চাকরি কিংবা ব্যবসা সূত্রে বহু মানুষকে নিয়মিত যাতায়াত করতে হয়। চিকিৎসার প্রয়োজনেও অনেকে এই দুই শহরেই যান।

সেই সঙ্গে, এর ফলে পর্যটনেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। মুম্বই ও বেঙ্গালুরু শুধু বড় বিমানবন্দরই নয়, ওই দুই বিমানবন্দরের সঙ্গে আরও নানা বিমানবন্দরের যোগাযোগ রয়েছে। তাই বাগডোগরার সঙ্গে যোগাযোগের সুযোগও বাড়ল। পর্যটন সংস্থার কর্তা সম্রাট সান্যাল বলেন, ‘‘শুধু পর্যটক নয়, সাধারণ যাত্রীদের জন্য বিরাট সুবিধা হল। বিদেশিরা সরাসরি মুম্বইয়ে নেমে এ অঞ্চলে চলে আসতে পারবেন। আমাদের আশা, আগামীতে বিমানগুলি ঠিকঠাক চললে সংখ্যাও বাড়বে।’’ এ মাসেই বাগডোগরা বিমানবন্দরের যাত্রী সংখ্যা রেকর্ড হারে বেড়ে ২০ লক্ষ ছাড়িয়ে যাবে। এখন দিল্লিতে ১০টি, কলকাতা ৯টি, গুয়াহাটিতে ৪টি বিমান বাগডোগরা থেকে প্রতিদিন যাতায়াত করে। মার্চ থেকে যোগ হল আরও তিনটি নতুন বিমান।

Air India direct flights Bagdogra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy