Advertisement
০৫ অক্টোবর ২০২৩
Somen Mitra

সোমেনকে শ্রদ্ধা জানাতে সব দলই শ্রাদ্ধবাসরে

সন্ধ্যায় বাড়িতে গিয়ে সোমেনবাবুর স্ত্রী শিখা মিত্র ও ছেলে রোহনের সঙ্গে দেখা করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

সোমেন মিত্রের বাড়িতে বিমান বসু। —নিজস্ব চিত্র।

সোমেন মিত্রের বাড়িতে বিমান বসু। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ০২:২৭
Share: Save:

তাঁর শেষ যাত্রায় মিশে গিয়েছিল সব রাজনৈতিক রং। বাড়িতে সোমেন মিত্রের শ্রাদ্ধবাসরেও একই ছবি। প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন সব রাজনৈতিক শিবিরের নেতারাই। দক্ষিণ কলকাতার লোয়ার রডন স্ট্রিটের বাড়িতে সোমবার সোমেনবাবুর শ্রাদ্ধের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ও দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোদ্ধা সুব্রত মুখোপাধ্যায়। ছিলেন মন্ত্রী তাপস রায়, এসেছিলেন আরও এক মন্ত্রী অরূপ রায়ও। সন্ধ্যায় বাড়িতে গিয়ে সোমেনবাবুর স্ত্রী শিখা মিত্র ও ছেলে রোহনের সঙ্গে দেখা করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সঙ্গে ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুখেন্দু পানিগ্রাহীও। তার আগে অনুষ্ঠানে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, বাম শরিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। সোমেনবাবুর নিজের দলের তরফে বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকারেরা ছিলেন। বেশ কিছু জেলার সভাপতিরাও এসেছিলেন। ক্রীড়া প্রশাসনের জগৎ থেকে এসেছিলেন অভিষেক ডালমিয়া, সুব্রত দত্ত প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE