নির্দিষ্ট দিনের মধ্যে তথ্য দিতে না-পারলে কোনও রকম টাকা নেওয়া যাবে না বলে জানাচ্ছে আইন। তা সত্ত্বেও উত্তরপত্রের জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তথ্যের অধিকার আইন ভাঙছে বলে অভিযোগ উঠছে।
তথ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, তথ্যের অধিকার আইন অনুযায়ী তথ্য চাওয়ার ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষ যদি উত্তর দেন, তা হলে প্রতি পৃষ্ঠার প্রতিলিপি বাবদ দু’টাকা নেওয়া যাবে। কিন্তু এই উত্তর যদি ৩০ দিনের মধ্যে দেওয়া না-হয়, তা হলে সম্পূর্ণ বিনামূল্যে তা আবেদনকারীকে দিতে হবে। অভিযোগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু’-একটি ব্যতিক্রম ছাড়া এই নিয়ম মানছে না। আবেদনের ৩০ দিন পেরিয়ে যাওয়ার পরেও তারা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রের প্রতিলিপির জন্য পাতা-পিছু দু’টাকা নিচ্ছে।
নদিয়া জেলার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা জলেশ্বর ঘোষের অভিযোগ, মেয়ের খাতার প্রতিলিপি চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করে তিনি ৩০ দিন পেরিয়ে যাওয়ার পরে উত্তরপত্রের প্রতিলিপি পান। ‘‘৩০ দিন পরে উত্তরপত্রের প্রতিলিপি দিলে পাতা-পিছু দু’টাকা নেওয়ার কথা নয়। কিন্তু আইন ভেঙে আমার কাছে টাকা চাওয়া হয়। টাকা না-দিলে প্রতিলিপি দিতে অস্বীকার করে সংসদ। এমনকি বিলের কপিও দিচ্ছে না তারা,’’ বলেন জলেশ্বরবাবু।