Advertisement
২৪ মে ২০২৪
অভিযুক্ত যাদবপুরের ছাত্র

ফেসবুকে তরজা যৌন নিগ্রহ নিয়ে

ফের সহপাঠীকে যৌন হেনস্থার অভিযোগ। আবারও কাঠগড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ০৪:১০
Share: Save:

ফের সহপাঠীকে যৌন হেনস্থার অভিযোগ। আবারও কাঠগড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র!

ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রের বিরুদ্ধে যৌন হেনস্থা, আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ অবশ্য আগেই উঠেছিল। এ বার সেই অভিযোগ প্রমাণ করতে ফেসবুক-হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের চ্যাটের ‘স্ক্রিনশট’ ফেসবুকে পোস্ট করেছেন অভিযোগকারিণীরা। দেদার ‘শেয়ার’ও চলছে। তারই মধ্যে ঘটনার তদন্ত করে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন বিশ্ববিদ্যালয়েরই দুই ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, এই গন্ডগোলের সূত্রপাত বছরখানেক আগে। সেই সময় ফেসবুক- হোয়াটস্‌অ্যাপে সহপাঠিনীদের কিছু ‘আপত্তিকর’ মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল ছেলেটির বিরুদ্ধে। বিষয়টি মিটিয়ে ফেলতে এই নিয়ে ইংরেজি বিভাগে বেশ কয়েকবার বৈঠকও হয়। তখন বিষয়টি প্রকাশ্যে না এলেও সম্প্রতি সেই একই ছাত্রের বিরুদ্ধে, একই অভিযোগ সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট ও স্ক্রিনশটের মাধ্যমে। এই তরজা চলাকালীনই বিচারের দাবি তুলেছেন দুই ছাত্রী। তবে বিষয়টি সামনে আসার পর পরই অভিযুক্ত ও তার বন্ধুরা মিলে ফেসবুকে অভিযোগকারিণীদের পোস্টগুলি ‘রিপোর্ট’ করে ‘ব্লক’ করে দিয়েছে বলেও অভিযোগ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র ইউনিয়নও কর্তৃপক্ষের কাছে তদন্তের আর্জি জানিয়েছে। যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস এখন রাজ্যের বাইরে রয়েছেন। তিনি বলেন, ‘‘ফিরে এসে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sexual harassment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE