Advertisement
E-Paper

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির মধ্যেই মুখ্যসচিবের নেতৃত্বে সতর্কতা বৈঠক নবান্নে, দেওয়া হল একগুচ্ছ নির্দেশ

দেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা যাতে নিখুঁত থাকে, তা নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিব মনোজ পন্থের। রেডিয়ো, মোবাইল-সহ অন্য যোগাযোগ মাধ্যমে যেন ত্রুটি না থাকে, সে দিকে নজর দেওয়া হচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৯:২০
রবিবার ছুটির দিনে রাজ্য এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ।

রবিবার ছুটির দিনে রাজ্য এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ফাইল ছবি।

ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষবিরতি শুরু হয়েছে শনিবার বিকেল থেকে। এমন পরিস্থিতিতেও যুদ্ধের রেশ দু’দেশের অন্দরেই। রবিবার নবান্নে রাজ্যের সব শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠক থেকেই রাজ্য প্রশাসন এবং পুলিশ আধিকারিকদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য ও কলকাতা পুলিশের উদ্দেশে একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে চাঙ্গা করতে এবং বাহিনীর সম্ভাব্য উপস্থিতি সামাল দিতে কী কী প্রস্তুতি নিতে হবে, তা স্পষ্ট করে দিয়েছে নবান্ন।

দেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা যাতে নিখুঁত থাকে, তা নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। রেডিয়ো, মোবাইল বা অন্য যে কোনও যোগাযোগ মাধ্যম —কোনও ক্ষেত্রেই যেন কোনও ত্রুটি না থাকে, সে দিকে নজর দেওয়া হচ্ছে। প্রতিটি জেলার পুলিশ সুপার এব‌ং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের এই নির্দেশ দ্রুত রূপায়ণের নির্দেশ দেওয়া হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে গত সপ্তাহে সংঘর্ষ শুরু হলে সমাজমাধ্যম তো বটেই, মূলস্রোতের সংবাদমাধ্যমগুলিও ভুয়ো ভিডিয়ো দেখিয়েছিল বলে অভিযোগ। আগামী দিনে যাতে এই সংক্রান্ত ভুয়ো প্রচার সহজেই রোধ করা যায়, সে বিষয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে। ভুয়ো প্রচার তথা গুজবের কারণে বড়সড় ঘটনা ঘটে যেতে পারে বলেই আশঙ্কা নবান্নের। তাই গুজব এবং ভুয়ো প্রচার কড়া হাতে মোকাবিলা করতে বলেছেন মুখ্যসচিব, নবান্ন সূত্রে এমনটাই খবর।

কোনও রকম স্পর্শকাতর তথ্য এলে তা সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে। রাজ্য পুলিশের ডিজির কন্ট্রোল রুমে যাতে কেবলমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদেরই রাখা হয়, সে বিষয়টি পুলিশ-প্রশাসনকে নিশ্চিত করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার কোনও তথ্য যাতে নজরের বাইরে না যায়, সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ-প্রশাসনের সঙ্গেই বিপর্যয় মোকাবিলা দফতরকেও সব রকম প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে যাতে তাদের দ্রুততার সঙ্গে কাজে নামানো যায়, সে বিষয়েও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের শীর্ষ আধিকারিকদের।

সোমবার দু’দেশের বৈঠকে সংঘর্ষবিরতির মেয়াদ বৃদ্ধি হবে কি না সে বিষয়টি অস্পষ্ট। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বা সেনাবাহিনী মোতায়েন হতে পারে, এই আশঙ্কায়ও রয়েছে। সীমান্ত লাগোয়া ১০টি রাজ্যকে এ বিষয়ে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। গত সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, তার পরেই মুখ্যসচিব বৈঠক করে বেশ কিছু নির্দেশ দিয়েছেন রাজ্য এবং কলকাতা পুলিশকে। রাজ্যের প্রতিটি থানায় আগামী দুই মাসের জন্য রেশন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই রেশন শুধু স্থানীয় পুলিশ নয়, দেশের অন্য জায়গা থেকে আসা বাহিনীর সদস্যদেরও প্রয়োজনে ব্যবহার করা যাবে। একই সঙ্গে, বাহিনী মোতায়েন হলে তাদের থাকার ও খাবারের ব্যবস্থা কেমন হবে, তা আগেভাগেই ঠিক করতে বলা হয়েছে। প্রতিটি জেলায় সেই প্রস্তুতি এখন তুঙ্গে।

পুলিশি নিরাপত্তা ব্যবস্থার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বুলেটপ্রুফ জ্যাকেট। রাজ্য সরকার চায়, প্রতিটি থানায় যেন কমপক্ষে ১৫ থেকে ২০টি বুলেটপ্রুফ জ্যাকেট মজুত থাকে। যে কোনও ধরনের অপারেশন বা অশান্তির পরিস্থিতিতে এই জ্যাকেট পুলিশ ও বাহিনীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সাহায্য করবে। তা ছাড়া, নজরদারি বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের অধীনস্থ এলাকায় সন্দেহভাজন বা বহিরাগতদের গতিবিধির ওপর নজরদারি বাড়াতে। কোথাও কোনও গোষ্ঠীগত উত্তেজনা তৈরি হচ্ছে কি না, তা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নবান্নের এই নির্দেশ স্পষ্টতই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে শক্তপোক্ত করে তোলার উদ্যোগ বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা। আগেভাগেই প্রস্তুতি নিয়ে ভবিষ্যতের যে কোনও চ্যালেঞ্জ সামাল দিতে তৈরি থাকতে চাইছে নবান্ন।

বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারেরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন ।

Nabanna Manoj Pant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy