Advertisement
E-Paper

ভোটার তালিকা সংশোধন ইস্যুতে ক্ষোভ, মতুয়া গোঁসাই আক্রান্তের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে পথ অবরোধ মতুয়াদের একাংশের

সম্প্রতি শ্যামনগরের বাসিন্দা এক মতুয়া গোঁসাই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে ‘জবাব’ চাইতে গিয়ে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আক্রান্ত হন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল সমর্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৫:৫৮
(উপরে) ঠাকুরবাড়িতে মতুয়াদের দু’পক্ষের মধ্যে অশান্তি। (নীচে বাঁ দিকে) শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুর (নীচে ডান দিকে)।

(উপরে) ঠাকুরবাড়িতে মতুয়াদের দু’পক্ষের মধ্যে অশান্তি। (নীচে বাঁ দিকে) শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুর (নীচে ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র জেরে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগে উত্তপ্ত মতুয়া-রাজনীতি। সম্প্রতি শ্যামনগরের বাসিন্দা এক মতুয়া গোঁসাই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে ‘জবাব’ চাইতে গিয়ে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আক্রান্ত হন বলে অভিযোগ। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুরের অনুগামীরা এই কাজ করেছেন বলে অভিযোগ বিরোধী গোষ্ঠীর। সেই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল সমর্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। মূলত নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই এই বিক্ষোভ কর্মসূচি বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এসআইআর পর্বে প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়ি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গোষ্ঠীর সদস্যদের হাতে আক্রান্ত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর গোষ্ঠীর একাধিক কর্মী ও সমর্থক। সেই ঘটনার পর থেকেই মতুয়া সমাজের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই এই ঘটনাকে ‘মাথা হেঁট হওয়ার মতো’ বলে মন্তব্য করছেন। এ বার সেই ক্ষোভকে সামনে রেখেই নতুন করে প্রতিবাদের পথে হাঁটছে মমতা ঠাকুরের নেতৃত্বাধীন গোষ্ঠী। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের বক্তব্য, শান্তনু ঠাকুরের প্ররোচনায় বিজেপি ও আরএসএসের ক্যাডারেরা পরিকল্পিত ভাবে মতুয়া সাধু-গোঁসাইদের উপর আক্রমণ চালিয়েছে। সেই ঘটনার ন্যায্য প্রতিবাদ হিসেবেই রাজ্য জুড়ে পথ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধ কর্মসূচির মাধ্যমে ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার অবিলম্বে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। পাশাপাশি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও বিক্ষোভ প্রদর্শন হবে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং সম্ভাব্য অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Matua Voters Matua Community
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy