Advertisement
১৮ এপ্রিল ২০২৪

রেলের কাজ নিয়ে লোকসভায় সরব অপরূপা-সৌমিত্রেরা

লোকসভায় তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেললাইনের কাজ দ্রুত শেষ করার জন্য আজ সওয়াল করেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুন ২০১৯ ০২:০৬
Share: Save:

গত লোকসভার সতীর্থ। কিন্তু এ বারে পৃথক দলে। তা সত্ত্বেও আজ দু’জনে বাংলার একটি রেল প্রকল্প দ্রুত রূপায়ণের দাবিতে সরব হলেন জিরো আওয়ারে।

লোকসভায় তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেললাইনের কাজ দ্রুত শেষ করার জন্য আজ সওয়াল করেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। ওই কাজ কার্যত বন্ধ থাকার জন্য নাম না করে বিজেপির দিকেই আঙুল তোলেন তিনি। ঘটনাচক্রে অপরূপার পরেই বাংলার সাংসদদের মধ্যে বলার সুযোগ আসে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানের। তিনিও তারকেশ্বর থেকে বিষ্ণপুর লাইনের কাজ দ্রুত শেষ করার আর্জি জানান। তবে কাজ বন্ধ থাকার জন্য তৃণমূল সিন্ডিকেটের জোরজুলুম ও কাটমানিকে দায়ী করেন তিনি। সৌমিত্র বলেন, ‘‘কাজ করতে গেলে হয় সিন্ডিকেটকে পয়সা দিতে হবে না হলে মন্ত্রী, বিধায়ক পঞ্চায়েত প্রধানকে কাটমানি খাওয়াতে হবে। তৃণমূলের সকলেরই অভ্যাস হয়ে গিয়েছে কাটমানি নেওয়ার।’’

কাটমানি নিয়ে এমনিতেই অস্বস্তিতে তৃণমূল। রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। অন্য দিকে আইনশৃঙ্খলা ও কাটমানি প্রসঙ্গে সংসদে ধারাবাহিক ভাবে সরব হওয়ার নীতি নিয়েছে বিজেপি। আজ লোকসভায় সৌমিত্র দাবি করেন, ‘‘২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পরিবার কাটমানি থেকে কত টাকা পেয়েছে এবং সেই টাকায় কী পরিমাণ সম্পত্তি বানানো হয়েছে, তা সবার আগে তদন্ত করে দেখা হোক।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aparupa Poddar TMC Lok Sabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE