আরাবুল ইসলামের সঙ্গে তাঁর মুখ দেখাদেখি ইদানীং তো ছিলই না। উল্টে কয়েক দিন আগেও আরাবুল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘ওঁর ব্যাটারিতে চার্জ ফুরিয়ে গিয়েছে!’’ সোমবার সেই আরাবুলের হাত ধরেই ভাঙড়ে ঘুরলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের উদ্যানপালন মন্ত্রী রেজ্জাক মোল্লা। যা দেখে প্রশাসনের কর্তারা তো বটেই, তৃণমূলের নেতারাও হতবাক!
এ দিন ভাঙ়ড়-২ ব্লক অফিসে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের উদ্যোগে কৃষকদের নিয়ে এক অনুষ্ঠান উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী রেজ্জাক মোল্লা ও পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। দু’জনে হাত ধরে সব স্টলে ঘোরার পর মঞ্চে পাশাপাশি চেয়ারে বসেন। তার পর কানে কানে দীর্ঘ আলোচনা চলে ভাঙড়ের বর্তমান ও প্রাক্তন বিধায়কের।
সরকারি এই অনুষ্ঠান বিকেল তিনটেয় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রেজ্জাক ও আরাবুল দু’জনেই ব্লক অফিসে পৌঁছে যান আধ ঘণ্টা আগে। আরাবুলের ঘরে বসে চা খান রেজ্জাক। তার পর দোতলার সিঁড়ি বেয়ে হাত ধরে তাঁকে নামিয়ে আনেন আরাবুল। এমনকী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়েও আরাবুলের সঙ্গে খুনসুটি করেন রেজ্জাক। বলেন, ‘‘আরাবুলের অনেক টাকা রয়েছে। একটা পেট্রোল পাম্পের মালিক আরাবুল। সে জন্য একটা হিমঘর তৈরি করতে ওঁকে অনুরোধ করছি।’’ রেজ্জাকের এ কথা শুনে আরাবুল বলেন, ‘‘দাদা আপনি টাকা দিন। আমি হিমঘর করব।’’