অনলাইনের মাধ্যমে হবে রাজ্যের আবাসনগুলির ভোট। কিছু দিন আগেই এমন নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশ মেনে রাজ্যে প্রথম বারের জন্য আবাসনে অনলাইন ভোট ও তার ফল দেখল নিউটাউনের একটি বহুতল আবাসন।অনলাইনে ভোট দেন ওই বহুতলের ৩৫৪ জন। এর মধ্যে দেড়শোও বেশি ভোট পড়ে দেশের বাইরে থেকে।
ই-মেলের মাধ্যমে তাঁরা ভোট দেন। এই অনলাইন ভোটের মাধ্যমে নির্বাচিত হন ৪৮ জন। আগামী রবিবার এই ৪৮ বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন তাঁদের মধ্যে সভাপতি এবং সম্পাদক কে হবেন।বিদায়ী পরিচালকমণ্ডলীর সভাপতি মনোজ শর্মা বলেন, ‘‘হাই কোর্টের নির্দেশ মেনে অনলাইনে ভোট ও পরিচালন সমিতি গঠন নজিরবিহীন। আগামী দিনে এই পথে হাঁটতে পারে একাধিক আবাসন।’’