গত কয়েক দিনে তাপমাত্রা বেড়েছিল। তবে সরস্বতীপুজোয় ফের কলকাতার পারদ নামল। রাজ্য জুড়ে এখনও রয়েছে শীতের আমেজ। সঙ্গে কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে জেলায় জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে উত্তর বা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুকনোই থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে জেলাগুলিতে। তার ফলে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে।
আরও পড়ুন:
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। গত কয়েক দিনে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামেনি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রির বেশি ওঠেনি। দিনভর কলকাতার আকাশ মূলত পরিষ্কার, মেঘমুক্ত থাকবে। উত্তরবঙ্গের দু’টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দৃশ্যমানতা থাকবে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে।
প্রায় সব জেলায় শুক্রবার তাপমাত্রা কমেছে। তবে দক্ষিণবঙ্গের কোথাও পারদ ১০ ডিগ্রির নীচে নামেনি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল নদিয়ার কল্যাণীতে (১০ ডিগ্রি সেলসিয়াস)। এ ছাড়া, বাঁকুড়ায় ১১.১, শ্রীনিকেতনে ১১.১, আসানসোলে ১১.১, ব্যারাকপুরে ১১.৪, সিউড়িতে ১১.৪, পুরুলিয়ায় ১২, পানাগড়ে ১২.৩, বহরমপুরে ১২.৪ ডিগ্রি পর্যন্ত নেমেছিল পারদ।