ষাট শতাংশ হাজিরা না থাকলে পরীক্ষায় বসতে দেবে না কলকাতা বিশ্ববিদ্যালয়। হাজিরার উপরে নির্ভর করে পড়ুয়ারা নম্বরও পাবেন।
এ দিনের বৈঠকে সহ উপাচার্য (শিক্ষা) দীপক কর জানিয়ে দিয়েছেন, হাজিরাতে বরাদ্দ থাকবে ১০ শতাংশ নম্বর। ৬০ শতাংশ হাজিরা না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যে পড়ুয়ার হাজিরা ৬০ শতাংশের কম থাকবে তিনি এ ক্ষেত্রে শূন্য পাবেন। ৬০ থেকে ৭৫ শতাংশের মধ্যে হাজিরায় দেওয়া হবে ৬ নম্বর। ৭৫ থেকে ৯০ শতাংশের মধ্যে হাজিরা থাকলে প্রাপ্য ৮। ৯০ শতাংশ অথবা তার বেশি হাজিরা থাকলে পড়ুয়া পাবেন পুরো ১০ নম্বর।
অধীনস্থ কলেজগুলিতে ‘ইউজিসি’র নির্দেশ মতো ‘চয়েস বেসড ক্রেডিট সিস্টেম’ (সিবিসিএস) চালু হয়েছে। সিবিসিএস-এ বহু বছরের বার্ষিক পরীক্ষার নিয়ম ভেঙে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিষয়টি কী ভাবে বাস্তবায়িত হবে তা আলোচনার জন্য অধীনস্থ কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসেছিলেন।