Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bengal Panchayat Election 2018

বাবুলের নিশানায় জিতেন্দ্র-বিধান-দাসু, নাম করে অভিযোগ কেশরীর কাছে

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস, গোটা রাজ্যে চোরাচালানে প্রত্যক্ষ মদত এবং প্রশাসনিক অসহযোগিতা-সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন আসানসোলের বিজেপি সাংসদ।

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস-সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। গ্রাফিক: সৌভিক দেবনাথ।

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস-সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। গ্রাফিক: সৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ২১:৩১
Share: Save:

তৃণমূল তথা রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সঙ্ঘাতের পথে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস, গোটা রাজ্যে চোরাচালানে প্রত্যক্ষ মদত এবং প্রশাসনিক অসহযোগিতা-সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন আসানসোলের বিজেপি সাংসদ। রাজ্যপাল নিজেও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর।

নিজের নির্বাচনী ক্ষেত্র আসানসোলে যে কোনও কর্মসূচি পালনেই বার বার বাধা পাচ্ছেন বাবুল সুপ্রিয়। আসানসোলের মেয়র তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির তরফ থেকেই মূলত বাধা আসছে বলে স্থানীয় সূত্রের খবর। মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ভি শিবদাসনের (দাসু) চাপে আসানসোলের পুলিশ-প্রশাসনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অসহযোগিতার রাস্তায় হাঁটছে বলে বিজেপি-র দাবি। পুলিশ-প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বার বারই মুখ খুলছিলেন। এ বার অভিযোগ জমা পড়ল সরাসরি রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে।

জিতেন্দ্র তিওয়ারি শুধু নয়, বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি শিবদাসনের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন বাবুল সুপ্রিয়। সম্প্রতি কয়লা মাফিয়াদের হয়ে প্রকাশ্যে সওয়াল করেছেন বিধান এবং শিবদাসন। একটি সংবাদপত্রে তাঁদের মন্তব্য ফলাও করে প্রকাশিতও হয়েছে।

আরও পড়ুন: পঞ্চায়েতে রেকর্ড শাসক দলের, বিনাযুদ্ধে ৩৪ শতাংশ আসন তৃণমূলের

বাবুল সুপ্রিয় বললেন, ‘‘লালা, রাজু ঝা-সহ সব কয়লা মাফিয়া এখন তৃণমূলের ছাতার তলায়। শাসক দলের নেতারা কয়লা মাফিয়াদের হয়ে যে ভাবে সওয়াল করছেন, তাতে মাফিয়াদের সঙ্গে ওঁদের যোগসাজস স্পষ্ট হয়ে গিয়েছে। শুধু কয়লা নয়, রাজ্য জুড়ে গরু পাচারও চলছে তৃণমূলের প্রত্যক্ষ মদতে। এনামুল নামে এক মাফিয়া সম্প্রতি সিবিআই-এর হাতে গ্রেফতারও হয়েছে। কিন্তু এত দিন ধরে পুলিশ তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।’’ কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, সব চোরাকারবারি তৃণমূলের ছাতার তলায়। তাই রাজ্যের পুলিশ এদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না। এই সমস্ত তথ্যই রাজ্যপালের কাছে অভিযোগ আকারে জমা দেওয়া হয়েছে বলে বাবুল জানান।

আরও পড়ুন: বাংলার কর্মীদের পাশে এ বার রাহুল

রাজভবনে সোমবার বাবুলের সঙ্গে মিনিট কুড়ি কথা হয়েছে রাজ্যপালের। পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের সন্ত্রাসের অভিযোগও রাজ্যপালের দরবারে পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘‘আসানসোলের এক পুলিশ অফিসারের নাম করে আমি অভিযোগ জানিয়েছি। আমাকে কী ভাবে ওই পুলিশকর্তা হেনস্থা করেছেন, সে কথাই অভিযোগে জানাতে চেয়েছি। কিন্তু পুলিশ কিছুতেই এফআইআর নিচ্ছে না। আমি রাজ্যপালকে বিষয়টি জানিয়েছি। আদালতের পথেও যাচ্ছি। যত দূর যেতে হয় যাব।’’

রাজ্যপাল সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে শুনেছেন বলে বাবুল জানিয়েছেন। পরিস্থিতি নিয়ে রাজ্যপাল নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন বলে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি।

তৃণমূল তথা রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী তুলেছেন, সে সম্পর্কে রাজ্যের মন্ত্রী তথা শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE