Advertisement
১৬ মে ২০২৪

চোলাই বিক্রি করলেই জরিমানা ৫০ হাজার

শ’খানেক মহিলা একজোট হয়ে একটি সভা করেন। তাঁরা সিদ্ধান্ত নেন, গ্রামে কেউ চোলাই তৈরি বা বিক্রি করলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হবে।

চোলাইয়ের বিরুদ্ধে একজোট মহিলারা। ফাইল চিত্র।

চোলাইয়ের বিরুদ্ধে একজোট মহিলারা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আউশগ্রাম শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৩:০৩
Share: Save:

চোলাই বন্ধে উদ্যোগী হলেন গ্রামের মহিলারাই। বুধবার আউশগ্রামের এড়াল পঞ্চায়েত এলাকার জয়রামপুরের শ’খানেক মহিলা একজোট হয়ে একটি সভা করেন। তাঁরা সিদ্ধান্ত নেন, গ্রামে কেউ চোলাই তৈরি বা বিক্রি করলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হবে। শুধু জরিমানা আদায় নয়, সেই ব্যক্তিকে গ্রামে থাকতেও দেওয়া হবে না। এ ছাড়াও সেই ব্যক্তির জবকার্ড বাতিল করা-সহ অন্যান্য সরকারি সুযোগ থেকে বঞ্চিত করার জন্য পঞ্চায়েত এবং ব্লকে আবেদন জানানো হবে বলেও জানানো হয়। পরে একটি মিছিলও করেন তাঁরা।

মা মনসা স্বনির্ভর গোষ্ঠী, ভবিষ্যৎ স্বনির্ভর দলের মতো ১২-১৩টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সভা ও মিছিলের নেতৃত্ব দেন। কল্পনা বাউরী, মানা বাগদী, মিতা ক্ষেত্রপালের মতো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে ১০-১২টি চোলাইয়ের ভাটি চলে। সেখান থেকে মদ খেয়ে গ্রামের পুরুষেরা পরিবারে অশান্তি করেন। এর ফলে কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, এমনকি চোলাই খেয়ে কয়েকজন মারাও গিয়েছেন বলেও তাঁদের দাবি। তাঁদের দাবি, ‘‘বারবার বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলেও সাময়িক বন্ধ থাকার পর ফের ভাটি চালু হয়ে যায়। তাই আমরা নিজেরাই উদ্যোগী হয়ে এরকম সিদ্ধান্ত নিয়েছি।” গ্রামে চোলাই কারবার চলার খবর যে দেবে তাঁকেও পুরস্কৃত করা হবে বলে তাঁদের দাবি।

এড়াল পঞ্চায়েতের বিদায়ী প্রধান উজ্জ্বল পাল বলেন, “ওই গ্রামে চোলাই নিয়ে একটা সমস্যা ছিল। দিন সাতেক আগে পুলিশ গিয়ে সে সব বন্ধ করে দিয়েছে।” উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hooch Fine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE