এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল মেমারির মহেশপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতা বধূর নাম খাইরুন্নিসা বিবি (২১)। বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় খাইরুন্নিসার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার মা হুসনা বিবি জানান, বছর তিনেক আগে মহেশপুরের বাসিন্দা বাদল হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর মেয়ের। তাঁদের একটি দু’বছরের পুত্র সন্তানও রয়েছে। মৃতার মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই পণ চেয়ে শ্বশুরবাড়ির লোকজন মেয়ের উপর অত্যাচার চালাত। মেমারি থানায় একটি খুনের অভিযোগও দায়ের করেন হুসনা বিবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।