বিভিন্ন ম্যানেজারিয়াল পদে চাকরির সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)। সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থার একাধিক বিভাগে পেশাদার নিয়োগ করা হবে।
সংস্থার তরফে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হবে। তাঁরা সংস্থার মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন, মেটালার্জি, প্রোডাকশন-সহ নানা বিভাগে কাজের সুযোগ পাবেন। মোট ২২ জনকে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট পদগুলিতে। তাঁর কর্মস্থল হবে কলকাতা, দিল্লি বা দেশের অন্য শহরে। নিযুক্তদের বেতনক্রমের পরিমাণ হবে মাসে ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০০,০০০ থেকে ২,৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
-
জিলেট-এর মাধ্যমে ফের ভর্তির আয়োজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ঘোষিত কাউন্সেলিংয়ের দিনক্ষণ
-
দামোদর ভ্যালি কর্পোরেশন-এ ১৬ জন কর্মী প্রয়োজন, রাজ্যের বিভিন্ন খনি অঞ্চল হবে কর্মস্থল
-
প্রেসক্রিপশন লিখতে হবে পরিষ্কার করে! চিকিৎসকদের জন্য কড়া নির্দেশিকা এনএমসি-র
-
১০৭ জন কর্মী চাই গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ, কোন কোন পদে আবেদন করা যাবে?
প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বা ৪৪ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের উপর নির্ভর করে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে স্নাতক যোগ্যতার পাশাপাশি পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।