রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেড-এর একটি বিভাগে পেশাদার প্রয়োজন। সংস্থায় অবসরপ্রাপ্তেরা কাজের সুযোগ পাবেন। কলকাতাই হবে নিযুক্তদের কর্মস্থল। এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের।
সংস্থায় অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা বা বেতনের পরিমাণ উল্লেখ করা হয়নি। তাঁদের সংস্থায় কলকাতা শাখায় সি অ্যান্ড এম টি অ্যান্ড সি সি বিভাগে কাজের দায়িত্বে থাকতে হবে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬২ বছর। তাঁদের বিই বা বিটেক যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, এনটিপিসি ই-৭ বা ই-৮ গ্রেডের পদ থেকে অবসরগ্রহণ করতে হবে। মোট ১০ বছর সংস্থার সি অ্যান্ড এম বিভাগে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২৩ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।