বোমা বিস্ফোরণে দুর্গাপুরের আমরাই গ্রামে জখম হলেন এক ব্যক্তি। বোমা বাঁধতে গিয়ে তা ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ। ঠিক কী কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার দুর্গাপুরের আমরাই গ্রামের মাদ্রাসা পাড়ায় বোমা বিস্ফোরণে জখম হয়েছেন শেখ আনসার আলি। পেশায় রাজমিস্ত্রি আনসারকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
এই ঘটনার পুলিশি তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় বোমা তৈরি করা হচ্ছিল কি না, তা নিয়েও খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় বোমা বাঁধছিলেন আনসার। কোনও ভাবে বোমা ফেটে জখম হন তিনি। ঠিক কী কারণে এই বিস্ফোরণ হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।