Advertisement
১০ মে ২০২৪

স্কুলের পথে নিখোঁজ ছাত্র

স্কুল যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্র। দুর্গাপুর ইস্পাতনগরীর এ-জোনের দয়ানন্দ রোডের ওই ছাত্রের নাম নারায়ণ মুর্মু। তার বাবা উমাকান্ত মুর্মু জানান, অন্য দিনের মতো সে দিনও ঠিক সময়ে স্কুলে রওনা হয় নারায়ণ। কিন্তু স্কুল ছুটির পরেও সে বাড়ি ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়েন তাঁরা।

নারায়ণ মুর্মু। —নিজস্ব চিত্র।

নারায়ণ মুর্মু। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০১:৫৪
Share: Save:

স্কুল যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্র। দুর্গাপুর ইস্পাতনগরীর এ-জোনের দয়ানন্দ রোডের ওই ছাত্রের নাম নারায়ণ মুর্মু। তার বাবা উমাকান্ত মুর্মু জানান, অন্য দিনের মতো সে দিনও ঠিক সময়ে স্কুলে রওনা হয় নারায়ণ। কিন্তু স্কুল ছুটির পরেও সে বাড়ি ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়েন তাঁরা। স্কুলের পরে একটি টিউশনে যায় নারায়ণ। প্রথমে তাঁরা ভেবেছিলেন, হয়তো সেখানেই গিয়েছে সে। কিন্তু, খোঁজ নিয়ে জানতে পারেন, ছেলে সে দিন সেখানে যায়নি। পরে স্কুলে যোগাযোগ করে আবার জানতে পারেন, নারায়ণ সে দিন স্কুলেই যায়নি। উমাকান্তবাবু বলেন, ‘‘আমরা এর পরে ওর বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তারাও কোনও হদিস দিতে পারেনি।’’ নারায়ণ দুর্গাপুরের বিধানচন্দ্র ইনস্টিটিউশনে বিজ্ঞান বিভাগের ছাত্র। উমকান্তবাবু মঙ্গলবার রাতে পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানায়, ওই ছাত্রের খোঁজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

durgapur student school police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE