মঙ্গলকোট: পারিবারিক বিবাদের জেরে মারধর করে এক কিশোরকে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঝিলু গ্রামে। রবিবার বিকেলে রনি শেখ (১৩) নামে ওই কিশোরকে মারধর করা হয় বলে অভিযোগ। রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযুক্ত টপেজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝিলু গ্রামের বোসনেপাড়ায় ধৃত টপেজ রনিদের আত্মীয় এবং প্রতিবেশী। রবিবার দুপুরে টপেজের এক আত্মীয় রনিদের বাড়িতে আসেন। ওই আত্মীয়ের সঙ্গে টপেজের পরিবারের অশান্তি রয়েছে। অভিযোগ, ওই আত্মীয় চলে যাওয়ার পরেই, টপেজ রনিদের বাড়িতে হাজির হয়। সে রনির মা রিজিয়া বিবিকে হুমকি দিতে থাকে এবং মারধর শুরু করে। তা দেখে রনি বাধা দিতে গেলে, তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, মারধরে রনি অচেতন হয়ে পড়ে, নাক দিয়ে রক্ত ঝরছিল। তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে কলকাতায় ‘রেফার’ করা হয়। কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থার আগেই তার মৃত্যু হয়।
পুলিশ রাতেই টপেজকে গ্রেফতার করে। সোমবার কাটোয়া আদালতে তোলা হলে, ধৃতকে তিন দিন পুলিশ হেফাজতে পাঠানো হয়। রিজিয়া কাঁদতে কাঁদতে বলেন, ‘‘স্বামীর আগেই মৃত্যু হয়েছে। একমাত্র ছেলেই আমার সম্বল ছিল। তাকেও
এ ভাবে খুন করা হল। দোষীর কড়া শাস্তি চাই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)