মহিলা ও তাঁর মেয়ের শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম কিরণ ঘোষ। বর্ধমান থানার মির্জাপুরের তরুণ দলুই পার্ক এলাকায় তাঁর বাড়ি। বুধবার সকালে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বুধবারই বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন পকসো আদালতের বিচারক বর্ষা বনসল আগরওয়াল।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, মির্জাপুরেই ওই মহিলার বাড়ি। কিছু দিন ধরেই তাঁকে কিরণ কুপ্রস্তাব দিচ্ছিল। রাস্তায় দেখতে পেলেই তাঁকে টিটকারি মারে। মহিলা তাঁকে নিষেধ করেন। গত ২৬ মে রাত সাড়ে ৯টা নাগাদ মহিলা তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে বাপেরবাড়ি থেকে মির্জাপুরে শ্বশুরবাড়িতে ফিরছিলেন। তরুণ দলুই পার্কের কাছে অভিযুক্ত পথ আটকে মহিলাকে কুপ্রস্তাব দেন। অভিযোগ, তাতে রাজি না হওয়ায় মহিলার হাত ধরে টানাটানি করেন তিনি। মহিলার ১৪ বছরের মেয়ে মাকে বাঁচাতে যায়। তারও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মেয়েকে বাঁচাতে গেলে মহিলার গলা টিপে ধরা হয় বলে অভিযোগ। ঘটনার পরের দিন মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মারধর, শ্লীলতাহানি ও পকসো আইনে মামলা রুজু করে বর্ধমান থানা। ঘটনার দীর্ঘ দিন পরেও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ বিচারক তদন্তকারী অফিসারকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। ২১ অগস্ট অভিযুক্তকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার। তদন্তকারী অফিসারের আবেদন মঞ্জুর করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পকসো আদালত।