Advertisement
E-Paper

আধার সংশোধন কেন্দ্র আসানসোলে

বাবুলের আধার বক্তব্যের সমালোচনা করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘আধারের তথ্য গোপন রাখতে পারেনি কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ০১:১১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আধার কার্ড সংশোধনকেন্দ্র মঙ্গলবার চালু হল আসানসোলে। এ দিন আসানসোলের প্রধান ডাকঘরে এই কেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন চিফ পোস্টমাস্টার (জেনারেল) অরুন্ধতী ভট্টাচার্য।

নাম না করে রাজ্যে আধার বিরোধিতার সমালোচনা করেন বাবুল। তিনি বলেন, ‘‘যাঁরা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত, কালো টাকার লেনদেন করেন তাঁরাই এর বিরোধিতা করছেন। চিৎকার করে কী হবে। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের প্রচুর আয়। তাঁরা আধার কার্ড করছেন। সমস্যা নেই তাঁদের। মোবাইল সিমের সঙ্গে আধার সংযোগ করা হচ্ছে। সিম থেকে অপরাধ হলে ধরা পড়ে যাবে। অপরের সিম ব্যবহার বন্ধ হবে। সুবিধা অনেক।’’ তাঁর সংযোজন, ‘‘আগামী দিনে ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগ করা হবে। তখন অনেকে আরও চিৎকার করবেন। কেউ অসুবিধায় পড়লেও দেশের ভাল হবে। তাই বলছি দলমত নির্বিশেষে সকলেই আধার কার্ড করুন। এখন তা না করলে সমস্যা। সকলকে আগামীতে করতেই হবে।’’

বাবুলের আধার বক্তব্যের সমালোচনা করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘আধারের তথ্য গোপন রাখতে পারেনি কেন্দ্র। কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তে মানুষ সমস্যায় পড়ছেন। কেন বিরোধিতা, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। বাবুল পাগলের প্রলাপ বকলে কিছু করার নেই।’’

এ দিকে, অরুন্ধতী ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যের প্রত্যন্ত গ্রামের মানুষের হাতে আধার কার্ড তুলে দিতে পোস্ট অফিস এক যোগে কাজ করবে। রাজ্যের দ্বিতীয় আধার সংশোধনকেন্দ্র হিসেবে কাজ করবে আসানসোলের হেড পোস্ট অফিস। দ্রুত জেলার ৫১টি পোস্ট অফিসে আধার কার্ড তৈরির কাজ শুরু হবে। আসানসোলের প্রতিটি গ্রামের মানুষ নিজের এলাকা থেকেই পরিষেবা পাবেন পোস্ট অফিসের মাধ্যমে।’’

Aadhaar card Aadhaar card modification center Asansol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy