Advertisement
E-Paper

প্রচারের ঢোলই বেশি, কড়া অধীর

ইন্দিরা গাঁধীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শহরের রিক্রিয়েশন ক্লাব মাঠে কংগ্রেসের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই মূল বক্তা ছিলেন অধীরবাবু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ০২:২৬
কালনায় অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

কালনায় অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

কাজের থেকে প্রচারের ঢোল বাজানো বেশি— বৃহস্পতিবার কালনায় এসে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। ইন্দিরা গাঁধীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শহরের রিক্রিয়েশন ক্লাব মাঠে কংগ্রেসের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই মূল বক্তা ছিলেন অধীরবাবু।

তিনি বলেন, ‘‘ভারতীয় সেনাকে সন্ত্রাসবাদী হামলা ঠেকাতে প্রায়ই পাকিস্থানে গিয়ে আক্রমণ শানাতে হয়। মোদী নিজেকে জাহির করতে একে ফুলিয়ে ফাঁপিয়ে বলছেন সার্জিক্যাল স্ট্রাইক। অথচ ইন্দিরা গাঁধীর কাছে ৯৩ হাজার পাকিস্থানি ফৌজ আত্মসমর্পণ করলেও তিনি বিষয়টি নিয়ে প্রচারে নামেননি।’’ অধীরের দাবি, দেশের স্বাধীনতা থেকে শুরু করে ১০০ দিনের কাজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি, সবুজ বিপ্লবের মতো বেশির ভাগ বড় কাজের পিছনে কংগ্রেসের অবদান রয়েছে। ছোট জিনিসকে বড় করে ঢোল বাজিয়ে প্রচার ছাড়া কিছু করতে পারে না বিজেপি সরকার।’’

তৃণমূল সরকারের কন্যাশ্রী প্রকল্পের প্রচার নিয়েও তিনি ছিলেন আক্রমণাত্বক। অধীরবাবু বলেন, ‘‘কন্যাশ্রী নিয়ে এমন প্রচার হচ্ছে যেন সারা বিশ্বে কখনও হয়নি। এ রাজ্যে এক জন কন্যাশ্রীকে বছরে দেওয়া হয় ৭০০ টাকা এবং ১৮ বছর পরে ২৫ হাজার টাকা। অথচ কর্ণাটকে প্রথম কন্যা সন্তান জন্মানোর পরে সে ১৮ হাজার ৯৭৩ টাকা বিমার আওতায় আসে। বিয়ের সময় তার পরিবার পায় ১ লক্ষ ৯০ হাজার টাকা।’’ তাঁর দাবি, ১১টি রাজ্যে কন্যাশ্রীর থেকে ভাল প্রকল্প চালু রয়েছে। অথচ সেখানে প্রচারের ঢোল বাজানো নেই। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেসের জেলা সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, মহকুমা কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল প্রমুখেরা।

Adhir Chowdhury Congress tmc অধীর চৌধুরী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy