Advertisement
E-Paper

চাকরি চেয়ে অণ্ডালের কোলিয়ারিতে বিক্ষোভ

এ দিন মৃতের বোন সূরযমণি মাঝি ও লক্ষ্মী মাঝিরা জানান, ২০১৪ সালের ১ জানুয়ারি তাঁর দাদা লক্ষ্মীরাম মাঝি অসুস্থ হয়ে ইসিএলের কাল্লা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সেখানে তিনি মারা যান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৮
অবস্থান, বিক্ষোভের জেরে দু’ঘণ্টা বন্ধ রইল খনির উৎপাদনও। নিজস্ব চিত্র

অবস্থান, বিক্ষোভের জেরে দু’ঘণ্টা বন্ধ রইল খনির উৎপাদনও। নিজস্ব চিত্র

এ বার এইচএমএস-এর নেতৃত্বে চাকরির দাবিতে মৃত খনিকর্মীর দুই বোন সোমবার উৎপাদন প্রায় ২ ঘণ্টা বন্ধ রেখে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটে, অণ্ডালের কাজোড়া এরিয়ার পরাশকোল ওয়েস্ট কোলিয়ারিতে। এর আগে ১২ ফেব্রুয়ারি কেকেএসসি-র নেতৃত্বে নিজেকে মৃতের ‘স্ত্রী’ পরিচয় বেদেনি মাঝি নামে এক মহিলা ঘণ্টা তিনেক বিক্ষোভ দেখিয়েছিলেন।

এ দিন মৃতের বোন সূরযমণি মাঝি ও লক্ষ্মী মাঝিরা জানান, ২০১৪ সালের ১ জানুয়ারি তাঁর দাদা লক্ষ্মীরাম মাঝি অসুস্থ হয়ে ইসিএলের কাল্লা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সেখানে তিনি মারা যান। তাঁদের দাবি, ‘‘দাদার বিয়েই হয়নি। অথচ এক মহিলা নিজেকে দাদার স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে খনি কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন। বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন।’’ কোলিয়ারির এজেন্ট সমর দাসেরও দাবি, ‘‘লক্ষ্মীরামের স্ত্রী হিসেবে ওই মহিলা কোনও প্রমাণপত্র জমা দিতে পারেননি। তবে পুলিশের দেওয়া রিপোর্টে তাঁকে স্ত্রী হিসেবেই দেখানো হয়েছে।’’

তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সমরবাবু। এ দিকে ওই মহিলার দাবি, “আমার সঙ্গে লক্ষ্মীরামেরই বিয়ে হয়েছিল। কারও দ্বারা প্রভাবিত হয়ে তাঁর দুই বোন আমাকে অপদস্থ করতে চাইছেন। প্রশাসনের উপর আমার ভরসা আছে।’’

Colliery Andal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy