Advertisement
২১ মে ২০২৪

গুসকরার দ্বন্দ্ব নিয়ে কাল বৈঠকে অনুব্রত

মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পরেই গুসকরা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বসতে চলেছেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি তথা বর্ধমানের আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল।

বর্ধমান শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৬
Share: Save:

মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পরেই গুসকরা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বসতে চলেছেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি তথা বর্ধমানের আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। শনিবার সকালে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার দলের ১১ জন কাউন্সিলরকে ফোন করে সে কথা জানিয়ে দিয়েছেন। এ দিন বিকেলে অনুব্রতও বলেন, “সোমবার বিকেলে বোলপুরে দলীয় দফতরে গুসকরার ১১ জন তৃণমূল কাউন্সিলরকেই ডাকা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সবাইকে এক সঙ্গে চলার নির্দেশ দেওয়া হবে। সবাইকে সতর্কও করে বলে দেওয়া হবে এটা বলে যে, ঠিক করে না চললে গুসকরার পুরবোর্ড ভাঙার জন্য দলের কাছে প্রস্তাব পাঠানো হবে।”

ওই বৈঠকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, আউশগ্রামের বিধায়কের থাকার কথা। গুসকরা পুরসভার কাউন্সিলরদের আচরণে তিনি যে বিরক্ত, তা প্রকাশ্যেই বলছেন বিধায়ক। পাশাপাশি পুর-পরিষেবা নিয়ে গুসকরার মানুষও যে ক্ষুব্ধ, তা-ও স্বীকার করে নিয়েছেন তিনি। গুসকরা পুরসভার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি যে বেজায় রেগে আছেন, তা শুক্রবার দলের নীতি নির্ধারণ বৈঠকে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই পুরসভা ঠিকমতো না চললে পুরবোর্ড ভেঙে দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে তিনি অনুব্রতকে দায়িত্ব দিয়েছেন। বিধায়ক বলেন, “চরম সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বন্দ্ব মেটানোর জন্য দাদা (অনুব্রত) আরও এক বার সব কাউন্সিলরকে সতর্ক করতে চাইছেন। প্রয়োজনে সোমবারের পরে তিনি গুসকরা গিয়েও বৈঠক করতে পারেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubrata Mondal Meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE