Advertisement
১৮ মে ২০২৪

ঘরে ফিরলে দিতে হবে জরিমানা

অভিযোগ বিজেপি প্রার্থীরদফায় দফায় হামলা চলায় ভয়ে তিনি ছ’মাসের মেয়েকে নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হন। গ্রাম ছাড়তে হয় তাঁর স্বামী জয়ন্ত হাটি-সহ বিজেপির আরও ২৫ জনকেও। শুচিস্মিতাদেবীর দাবি, মেয়েকে নিয়ে বর্ধমান শহরের ঘোরদৌড় চটির বিজেপির জেলা দফতরে সপ্তাখানেক আশ্রয় নিয়েছিলেন তিনি। এখন  শহরেরই এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন।

সৌমেন দত্ত
ভাতার শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০১:৫৪
Share: Save:

পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। সেই ‘অপরাধে’ ভোটের দিন থেকে ছ’মাসের মেয়েকে নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন বলে মহকুমাশাসককে অভিযোগ জানিয়েছেন ভাতারের কুমারুন গ্রামের শুচিস্মিতা হাটি।

তাঁর দাবি, বর্ধমান উত্তর মহকুমাশাসককে ওই চিঠি পাঠানোর পাঁচ দিন পরেও প্রশাসনের কেউ যোগাযোগ করেনি। তাঁদের ফেরানোর কোনও উদ্যোগও হয়নি। রবিবার বিকেলে ওই গ্রামে তৃণমূল বিজয় মিছিল করে। বিজেপির দাবি, তারপরে চার-পাঁচ জন তৃণমূল কর্মী গ্রামছাড়া বিজেপির প্রার্থী-সহ অন্যান্য কর্মীদের বাড়িতে গিয়ে জানিয়েছে, ‘জরিমানা’ দিলেই গ্রামছাড়ারা বাড়িতে ঢোকার সুযোগ পাবে।

যদিও মহকুমাশাসক পুষ্পেন্দু সরকারের দাবি, “সমস্ত অভিযোগ পুলিশকে র কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। শুচিস্মিতা হাটির বিষয়টি খোঁজ নিয়ে বলছি।’’ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

শুচিস্মিতাদেবী ভাতারের বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের কুমারুন গ্রামের ১৩০ নম্বর বুথের প্রার্থী ছিলেন। তাঁর অভিযোগ, ভোটের দিন সকাল সাড়ে ১০টা নাগাদ তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায়। দফায় দফায় হামলা চলায় ভয়ে তিনি ছ’মাসের মেয়েকে নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হন। গ্রাম ছাড়তে হয় তাঁর স্বামী জয়ন্ত হাটি-সহ বিজেপির আরও ২৫ জনকেও। শুচিস্মিতাদেবীর দাবি, মেয়েকে নিয়ে বর্ধমান শহরের ঘোরদৌড় চটির বিজেপির জেলা দফতরে সপ্তাখানেক আশ্রয় নিয়েছিলেন তিনি। এখন শহরেরই এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন।

তিনি বলেন, “ভোটে দাঁড়িয়েছি বলে এই ভাবে হামলা করবে, ভাবতেই পারিনি। বাড়িতে ঢুকে আমাদের গ্রাম ছাড়া করে দিল। ৬ মাসের শিশুকে নিয়ে কী ভাবে বর্ধমানে এসেছি, বলে বোঝাতে পারব না। সে দিনের কথা ভাবলে এখনও শরীর কাঁপে। ওই গ্রামের বিজেপি ২৫জন কর্মী-সমর্থককেও গ্রাম ছাড়া করেছে তৃণমূলের দুষ্কৃতীরা।’’

রবিবার বিকেলে ওই গ্রামের পঞ্চায়েত স্তরে জয়ী প্রার্থী সমাপ্তি হাটিকে নিয়ে মিছিল করে তৃণমূল। শুচিস্মিতাদেবীর দাবি, “মিছিলের পর সন্ধের দিকে তৃণমূলের চার-পাঁচ জন গ্রাম ছাড়াদের বাড়ি গিয়ে ঘরে ফিরে আসার জন্য বলেন। তবে ঘরে ফিরতে গেলে জরিমানা দেওয়া বাধ্যতামূলক ও বিজেপি করার জন্য ক্ষমা চাইতে হবে বলেও তৃণমূলের কর্মীরা জানিয়ে দিয়েছে।’’ বিজেপির জেলার সাংগঠনিক সভাপতি (বর্ধমান) সন্দীপ নন্দী বলেন, “মনোনয়ন-পর্ব থেকে ভোটের দিন পর্যন্ত তৃণমূল সন্ত্রাস চালিয়েছে। ভোট-পর্ব মিটে যাওয়ার পরেও জরিমানা না দিয়ে গ্রামে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছে তৃণমূল!”

যদিও এই সব অভিযোগ মানতে নারাজ তৃণমূল। দলের ভাতার ব্লকের পর্যবেক্ষক তথা প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার দাবি, “ওই গ্রামে বিজেপি আমাদের প্রার্থীর উপর হামলা চালিয়েছিল। প্রার্থী বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তা নিয়ে একটি মামলাও হয়েছে। সে কারণেই অভিযুক্তরা সম্ভবত গ্রামছাড়া।’’ তাঁর দাবি, অভিযুক্তরা ছাড়া কেউ বাইরে থাকলে গ্রামে ফিরতে তো অসুবিধা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Panchayat Election 2018 BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE