Advertisement
০২ মে ২০২৪
ধৃত স্ত্রী, কেতুগ্রামে তৃণমূলের দ্বন্দ্ব

সভাপতির বাড়িতে মিলল বোমা

গ্রামে হামলাতেই গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত মিলেছিল। এ বার সেই হামলার জেরে কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি জাহির শেখের বাড়িতে পুলিশি তল্লাশির ঘটনায় দলেরই পর্যবেক্ষকের মন্তব্যে ফাটল আরও স্পষ্ট হল।

জলে রাখা হয়েছে জাহির শেখের বাড়ি থেকে উদ্ধার হওয়া বোমার ব্যাগ। নিজস্ব চিত্র।

জলে রাখা হয়েছে জাহির শেখের বাড়ি থেকে উদ্ধার হওয়া বোমার ব্যাগ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কেতুগ্রাম শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৭:৩৮
Share: Save:

গ্রামে হামলাতেই গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত মিলেছিল। এ বার সেই হামলার জেরে কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি জাহির শেখের বাড়িতে পুলিশি তল্লাশির ঘটনায় দলেরই পর্যবেক্ষকের মন্তব্যে ফাটল আরও স্পষ্ট হল।

কেতুগ্রামের বামুনডিহি গ্রামে বৃহস্পতিবার বোমাবাজি ও লুঠপাটে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জাহির শেখের খাসপুরের বাড়িতে শুক্রবার তল্লাশি চালিয়ে ৪০টি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। গ্রেফতার করা হয়েছে জাহেরের স্ত্রী নূরুন্নেসা বেগমকে। পুলিশের দাবি, জাহির পলাতক। সেই জাহিরই কিন্তু এ দিন ফোনে দাবি করলেন, ‘‘যে ঘটনার বিন্দুবিসর্গ আমার জানা নেই, সেই ঘটনায় ফাঁসানো হল আমায়। আমার পরিবারকেও মিথ্যা অভিযোগে জড়ানো হল। পুরোটাই চক্রান্ত বলে মনে হচ্ছে। দলকে সব জানিয়েছি।’’

জাহিরের এই বক্তব্যেই শাসকদলের অন্তর্দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়েছে। গোষ্ঠী রাজনীতিতে জাহির কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ সাহানেওয়াজ এবং তাঁর ভাই, নানুরের তৃণমূল নেতা কাজল শেখের ঘনিষ্ঠ। কাজল আবার মঙ্গলকোট, আউশগ্রাম ও কেতুগ্রামের পর্যবেক্ষক তথা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘোর বিরোধী। এ বার ভোট মেটার পর থেকেই কেতুগ্রামের বিভিন্ন এলাকায় দুই শিবিরের দ্বন্দ্ব ক্রমেই মাথাচাড়া দিচ্ছে। এ দিন জাহিরের বাড়িতে পুলিশি তল্লাশি প্রসঙ্গে সাহানেওয়াজের অভিযোগ, ‘‘চক্রান্ত করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে কেতুগ্রামে। পুরো ঘটনা দলকে জানানো হয়েছে।’’ অথচ অনুব্রত পুরোপুরি উল্টো সুরে বলে দিচ্ছেন, ‘‘আমি ঘটনাটি শুনেছি। পুলিশ ঠিক কাজই করেছে। যারা বোমা-বারুদ নিয়ে কারবার করবে, পুলিশ তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেই! পুলিশ পুলিশের কাজ করেছে।’’

যে গ্রামে দুষ্কৃতী-তাণ্ডবকে ঘিরে এত কাণ্ড, সেই বামুনডিহিতে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাউদ মিঞার দাপট বেশি। এ বার বিধানসভা নির্বাচনে বামুনডিহিতে প্রায় সাড়ে সাতশো ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। বামুনডিহির পাশের গ্রাম শান্তিনগরে বেশ কয়েকদিন ধরেই গরু-ছাগল চুরির অভিযোগ উঠছিল। বৃহস্পতিবার দুপুরে সেই অভিযোগের ভিত্তিতেই বামুনডিহিতে তল্লাশি চালায় পুলিশ। বামুনডিহির বাসিন্দাদের অভিযোগ, পুলিশের সঙ্গে গ্রামের দু’দিক দিয়ে ঢুকে পড়ে সাহানেওয়াজ ও জাহিরের দলবল। বোমাবাজি, লুঠপাট শুরু হয়। ঘর সামলাতে বঁটি, লাঠি, ইট হাতে নামেন মহিলারা। পিছু হঠে দুষ্কৃতীরা। সাউদ মিঞা অনুব্রতকে ফোন করেন। তার পরেই পুলিশ তৎপর হয়ে ওঠে।

ওই দিনই বামুনডিহির পাশের গ্রামে খলিপুরে তল্লাশির সময় এসডিপিও (কাটোয়া) শচিন মাঁকড়ের গাড়িতে বোমা পড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরে ওই পুলিশি অভিযানে থাকা কেতুগ্রাম থানার এসআই হাসান পারভেজ পুলিশের উপরে হামলার অভিযোগে মামলা রুজু করেন। পাশাপাশি ওই থানারই আর এক এসআই ব্রজগোপাল হালদার স্বতঃপ্রণোদিত হয়ে জাহিরের স্ত্রীর নামে বোমা মজুত করা (বিস্ফোরক আইনে) সংক্রান্ত একটি পৃথক এফআইআর করেন। একই সঙ্গে বামুনডিহি গ্রামের এক বধূ ছুটাই বিবি পুলিশের কাছে জাহির শেখ-সহ ১৮ জনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেছেন, তাঁদের গ্রামের নেতা সাউদ মিঞাকে খুনের উদ্দেশ্যে এবং গ্রামের দখল নিতে জাহিরের নেতৃত্বেই বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে।

এই তিন মামলাতেই এ দিন পঞ্চায়েত সমিতির সভাপতি জাহিরের বাড়িতে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর স্ত্রী নূরুন্নেসাকে। এই তিনটে মামলায় পুলিশ নূরুন্নেসা-সহ মোট ২২ জনকে গ্রেফতার করে এ দিন কাটোয়া আদালতে তোলে। অভিযুক্তদের অন্যতম আইনজীবী মিজানুর কবীর বলেন, “বামুনডিহি গ্রামে হামলা ও পুলিশের গাড়িতে বোমা মারার ঘটনায় পুলিশ ২২ জনকে ধরেছিল। তাদের মধ্যে ৮ জন মহিলাকে জামিন দিয়েছেন এসিজেএম (কাটোয়া) সৌমেন সরকার। বাকি ১৩ জনকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।’’ শুধুমাত্র নূরুন্নেসার ১৪ দিন জেল হেফাজত হয়েছে। নূরুন্নেসাকে পুলিশের আবেদনের ভিত্তিতে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত। জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশের টহল বাড়ানো হয়েছে। বাকি অভিযুক্তদেরও খোঁজে তল্লাশি চলছে।”

জাহিরের অনুগামীদের অবশ্য দাবি, সব অভিযোগই ভিত্তিহীন। মিথ্যা মামলায় তাঁকে ও তাঁর পরিবারকে জড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছে দলেরই অন্য গোষ্ঠী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Bomb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE