Advertisement
২০ এপ্রিল ২০২৪
Purba Bardhaman

Murder: প্রেমিকার স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, উত্তেজনা কালনায়

পুলিশ সূত্রের খবর, নিহত ব্যক্তির নাম মুরশেদ শেখ (২৮)। তাঁর বাড়ি কালনার বেগপুর পঞ্চায়েতের পাথরডাঙা গ্রামে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৫
Share: Save:

অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের পথের কাঁটা হয়ে উঠেছিলেন প্রেমিকার স্বামী। তাই পরিকল্পনা করে তাঁকে কুপিয়ে খুন করেছেন প্রেমিক। বুধবার রাতে পূর্ব বর্ধমানের কালনা থানার উত্তর রামেশ্বরপুর এলাকায় ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়।

পুলিশ সূত্রের খবর, নিহত ব্যক্তির নাম মুরশেদ শেখ (২৮)। তাঁর বাড়ি কালনার বেগপুর পঞ্চায়েতের পাথরডাঙা গ্রামে। অভিযোগ, মুরশেদের স্ত্রীর প্রেমিক মানিক মণ্ডল পরিকল্পনা করে তাঁকে কুপিয়ে খুন করার পর নিজেই আক্রান্ত হওয়ার ভান করছেন। নিহতের পরিজনদের অভিযোগের ভিত্তিতে কালনা থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

নিহত মুরশেদের দাদা জাকির আলি শেখ জানিয়েছেন, তাঁর ভাইয়ের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল স্থানীয় বাসিন্দা মানিকের। সে কথা মুরশেদ জানতে পেরেছিলেন। তাই পথের কাঁটা সরাতে মানিক পরিকল্পনা মাফিক বুধবার সন্ধ্যার পরেই সহজপুর বাজারে তাঁর দোকান বন্ধ করে দেন। এরপর মানিক তাঁর বাইকে মুরশেদকে নিয়ে উত্তর রামেশ্বরপুর এলাকায় নিয়ে যায়।

জাকিরের অভিযোগ, ওই এলাকায় নিয়ে গিয়ে মানিক ধারালো অস্ত্র দিয়ে মুরশেদকে কুপিয়ে খুন করেন। তারপর নিজেকে নির্দেষ সাজাতে অদূরে আক্রান্ত হওয়ার ভান করে পড়ে থাকেন। রামেশ্বরপুর এলাকার কয়েক জন পথচারী পরিস্থিতি দেখে কারণ জানতে চাইলে মানিক তাঁদের জানান, দুষ্কৃতীরা দু’জনের উপরে হামলা চালিয়ে পালিয়েছে। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুরশেদকে ‘মৃত’ ঘোষণা করেন।

জাকির বৃহস্পতিবার বলেন, ‘‘মানিক মণ্ডল এখন আক্রান্ত হবার অভিনয় করে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।’’ যদিও মানিক তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন, ‘‘মাঠের মধ্যে পড়ে থাকা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাঁদের মধ্যে এক জনকে ‘মৃত’ ঘোষণা করেন । অন্য জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Purba Bardhaman Kalna Murder Extra marital Affair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE