Advertisement
E-Paper

টুকরো খবর

বিধাননগরের ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজের বরখাস্ত হওয়া শিক্ষকেরা শহরের সিটি সেন্টারের বিভিন্ন শপিং মলের সামনে জড়ো হয়ে নিজেদের দাবির সমর্থনে লিফলেট বিলি করলেন রবিবার। বেশ কিছুদিন ধরেই ওই শিক্ষকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছেন। কর্তৃপক্ষ তিন দফায় মোট ৮৭ জন শিক্ষককে বরখাস্ত করেছেন। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে শিক্ষকদের আন্দোলনে সামিল হওয়ায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১০ জন পড়ুয়াকেও ‘সাসপেন্ড’ করা হয়েছে।

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৪ ০১:৪৮

শিক্ষকদের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

শিক্ষকদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

বিধাননগরের ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজের বরখাস্ত হওয়া শিক্ষকেরা শহরের সিটি সেন্টারের বিভিন্ন শপিং মলের সামনে জড়ো হয়ে নিজেদের দাবির সমর্থনে লিফলেট বিলি করলেন রবিবার। বেশ কিছুদিন ধরেই ওই শিক্ষকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছেন। কর্তৃপক্ষ তিন দফায় মোট ৮৭ জন শিক্ষককে বরখাস্ত করেছেন। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে শিক্ষকদের আন্দোলনে সামিল হওয়ায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১০ জন পড়ুয়াকেও ‘সাসপেন্ড’ করা হয়েছে। অশান্তি এড়াতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজির শ’দুয়েক পড়ুয়াকে ১ সেপ্টেম্বর পর্যন্ত হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বরখাস্ত হওয়া শিক্ষকেরা পথসভা করে কতৃর্পক্ষের বিরোধিতা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এ দিন।

লগ্নি সংস্থার কর্তা ধৃত

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

এক লগ্নি সংস্থার আধিকারিককে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম সুশান্ত চট্টোপাধ্যায় বলে পুলিশ জানিয়েছে। রবিবার বিকেলে ধৃতের শ্রীপল্লির বাড়ি থেকে ওই আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এক আমানতকারীর অভিযোগে তাঁকে ধরা হয়েছে।

দাদাকে খুনে ধৃত ভাই

দাদাকে খুনের অভিযোগে ধরা পড়ল ভাই। রবিবার সকালে বারাবনি থানার ভানোরা কোলিয়ারি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম, কাজল আচার্য (৩০)। পুলিশের দাবি, ধৃত নয়ন আচার্য জেরায় খুনের কথা স্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ভানোরা কোলিয়ারি লাগোয়া এলাকায় আসানসোলের মহিশীলার বাসিন্দা কাজলের দেহটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দেহটি তুলে নিয়ে যাওয়ার পরে মৃতের স্ত্রী চিন্ময়ী আচার্য দেওরের নামে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, শনিবার রাতে তাঁর স্বামী ভাইয়ের সঙ্গে ভানোরাতে ছিলেন। অভিযোগ পেয়ে পুলিশ মৃতের ভাই নয়নকে গ্রেফতার করে। খুনের কথা স্বীকার করলেও নয়ন কেন খুন করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ওই খুন।

তৃণমূলের অঞ্চল সভাপতিকে মার, ধৃত বিজেপি কর্মী

তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ তিনজনকে মারধরের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে মঙ্গলকোটের গোতিষ্ঠা গ্রামের বাসিন্দা উত্তম ঘোষ নামে ওই কর্মীকে ধরে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে গোতিষ্ঠা গ্রামের সমবায় হিমঘরে আলু রাখা নিয়ে গোলমালে জড়িয়ে পড়ে তৃণমূলের লাখুড়িয়া অঞ্চল সভাপতি অসীম দাস ও বিজেপি কর্মী মিরেরপাড়া গ্রামের শ্যামসুন্দর মাঝি। তখনই কয়েকজন বিজেপি কর্মী এসে অসীমবাবু-সহ তিনজনকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে পুলিশ বিজেপির ওই কর্মীকে গ্রেফতার করে। তবে বিজেপির পাল্টা অভিযোগ, মিথ্যা অভিযোগে তাদের কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তা ছাড়া ওই গোলমালের পরে তৃণমূলের বাইকবাহিনী মারধর শুরু করায় আহতেরা অভিযোগ জানাতে ভয় পাচ্ছে বলেও তাঁদের দাবি।

বাস উল্টে মৃত এক, আহত ৪০

রাস্তার গর্ত দেখে চালক ব্রেক কষেছিলেন। টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রিবাহী বাস। মৃত্যু হল একজনের। আহত হলেন ৪০ জন। রবিবার বাঁকুড়ার পাত্রসায়রের ইদিলচক মোড়ে ওই দুর্ঘটনায় মারা যান কাটোয়া থানা এলাকার বাসিন্দা লক্ষ্মণ হালদার (৪৫)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দা এবং পাত্রসায়র থানার পুলিশ আহত ৪০ জন যাত্রীকে উদ্ধার করে বাঁকুড়া ও বর্ধমান মেডিক্যালে পাঠায়। বর্ধমানে নিয়ে যাওয়ার পথে লক্ষ্মণবাবুর মৃত্যু হয়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে উঠেছে। বাঁকুড়া জেলা পূর্ত দফতর অবশ্য বর্ষা মিটলেই রাস্তা সংস্কার করার আশ্বাস দিয়েছে।

স্কুলে আইনি সহায়তা শিবির

পড়ুয়া ও শিক্ষিকাদের সাহায্যে আইনি সহায়তা শিবির হয়ে গেল হিরাপুরের মানিক চাঁদ ঠাকুর বালিকা বিদ্যালয়ে। শনিবার ওই শিবিরে স্কুলের ছাত্রী, অভিভাবক ও শিক্ষিকারা বিশিষ্ট বিচারকদের কাছ থেকে পরামর্শ নেন। ছিলেন আসানসোলের লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান তথা আসানসোল আদালতের তৃতীয় এডিজে তপনকুমার দাস।

বাজ পড়ে মৃত্যু দু’জনের, জখম ২

বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে সালানপুরের পর্বতপুর এলাকার তারাপদ গড়াই (৬০) ও বারাবনির মোহনপুর এলাকার পরাণ বাউরির (২২) মৃত্যু হয়। সালানপুরের আমডিহা এলাকার দু’জন বাসিন্দা বজ্রাঘাতে জখম হয়ে চিকিৎসাধীন।

সাংস্কৃতিক অনুষ্ঠান

দু’দিনের সাংস্কৃতির প্রতিযোগিতা শেষ হল রবিবার। ফরিদপুর (লাউদোহা) থানার উদ্যোগে ও বালিজুড়ি বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায় ওই অনুষ্ঠান হয়। আয়োজন ছিল গান, নাচ ও আবৃত্তি প্রতিযোগিতার। সম্পাদক রঞ্জিত মুখোপাধ্যায় জানান, শিল্পের প্রসারে এই অনুষ্ঠান নতুন মাত্রা যোগ করেছে।

খুনে ধৃত স্ত্রী-মেয়ে

এক প্রৌঢ়কে খুন করার অভিযোগে তাঁর স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করেছে মঙ্গলকোট থানার পুলিশ। ধৃতদের নাম, রানি মাড্ডি ও তাঁর মেয়ে সরস্বতী মাড্ডি। পুলিশ জানিয়েছে, মৃত রাম মাড্ডির (৫০) বাড়ি মঙ্গলকোটের গোপালবেড়া গ্রামে। শনিবার বাড়ির কিছু জিনিসপত্র লুকিয়ে বিক্রি করে দেওয়ার সময়ে মেয়ের হাতে ধরা পড়ে যান তিনি। তারপর মা ও মেয়ে মিলে রাম মাড্ডিকে লাঠি দিয়ে বেধড়ক মারে বলে অভিযোগ। মদ্যপ রাম মাড্ডি অচৈতন্য হয়ে পড়েন। রাতে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। পরে রবিবার পুলিশ ওই দু’জনকে ধরে।

আঁকা প্রতিযোগিতা

মহিলাদের রান্না ও খুদেদের জন্য আঁকা প্রতিযোগিতার আয়োজন করল দুর্গাপুর জওহরলাল নেহরু মেমোরিয়াল সোসাইটি। রবিবার ওই অনুষ্ঠানে যোগ দেয় শতাধিক খুদে। বহু মহিলা ভাগ নিয়েছিলেন রকমারি রান্নায়।

ঘোড়া-সওয়ারি। কালনায়।

জল জমে, ঘাস গজিয়ে বেহাল কাটোয়া স্টেডিয়াম। নিজস্ব চিত্র।

brief story bard tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy