প্রতিবাদ মিছিল থেকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। বিধায়ক শম্পা ধাড়ার উপস্থিতিতেই তাঁর নিদান, বিজেপি কর্মী ও সমর্থকদের উপর লাঠি পেটা থেকে ‘আরও অনেক কিছু’ চলার। পূর্ব বর্ধমানের রায়নার ঘটনা।
কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে ইডি অভিযানের প্রতিবাদে রায়নার শ্যামসুন্দর বাজারে বৃহস্পতিবার বিকালে তৃণমূলের প্রতিবাদ মিছিল বার হয়। ছিল পথসভার আয়োজনও। সেখান থেকেই বিজেপির কর্মী ও সমর্থকদের কড়া হুঁশিয়ারি দেন রায়না-১ ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডল। নিদান দেন, লাঠিপেটা-সহ ‘আরও অনেক কিছু’র। বলেন, ‘‘আগামী দিনে রায়নায় বিজেপির কোনও অস্তিত্ব রাখব না। পতাকা তোলার একটা লোকও রাখব না।’’ আরও বলেন, ‘‘পুলিশ বা কোনও আধিকারিক কাউকে দরকার নেই। আমরা আমাদের ক্যাডারদের ব্যবহার করব।’’
আরও পড়ুন:
এই প্রসঙ্গে বামদেবকে ‘দুষ্কৃতী’ বলে আখ্যা দেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি বলেন, ‘‘আগে উনি সিপিএমের হার্মাদ ছিলেন। এলাকায় আতঙ্ক ছড়ানোই তাঁর কাজ ছিল। পালাবদলের সময়ে তিনি আগেভাগেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। তবে আগের মতোই ত্রাস সৃষ্টি করতে চাইছেন।’’