টিএমসিপি-র কর্মীকে মারে অভিযুক্ত ১৪
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
কাউন্সেলিং চলাকালীন টিএমসিপির এক কর্মীকে কাটোয়া কলেজের ভিতর মারধর করার অভিযোগ উঠল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় টিএমসিপির ওই ছাত্র রানা শেখ ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কচি শেখ-সহ ১৪ জনের নামে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরে শহর সভাপতি অমর রামের নেতৃত্বে কাটোয়া থানায় স্মারকলিপি দেয় তৃণমূল। অমরবাবুর অভিযোগ, গত এক বছর ধরে কাটোয়া কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের উপর বারবার হামলা করছে ছাত্র পরিষদ। তিনি বলেন, “কলেজে যে সব ছাত্র ও বহিরাগতরা গুন্ডামি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলেছি।” রানা শেখ লিখিত অভিযোগে জানিয়েছেন, এ দিন কলেজের দোতলায় কাউন্সেলিং চলছিল। সেখান থেকে নামার সময় তাকে ধরে মারধর করে ছাত্র পরিষদের ছেলেরা। অভিযোগ অবশ্য মানতে চাননি ছাত্র পরিষদের নেতা সোলেমান শেখ। তাঁর দাবি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিযোগ করে পরিকল্পনা মাফিক কলেজে গোলমাল পাকাতে চাইছে টিএমসিপি।
দিনেদুপুরে বাইক চুরি
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
রাস্তায় পুলিশের টহল, মোড়ে মোড়ে পুলিশের পাহারা, তারপরেও কাটোয়া শহরের রাস্তা থেকে চুরি কমছে না। সোমবার দুপুরে স্টেশন বাজার এলাকার মসজিদ মার্কেটের সামনে থেকে এক ব্যবসায়ীর মোটরবাইক চুরি যায়। পুলিশ জানিয়েছে, কৃষ্ণপদ ঘোষ নামে ওই ব্যববসায়ী বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবসা করেন। কাটোয়া থানার গিধগ্রামের বাসিন্দা তিনি। এ দিন দুপুর আড়াইটে নাগাদ ব্যবসার কাজেই ওই মার্কেটে গিয়েছিলেন কৃষ্ণপদবাবু। তাঁর অভিযোগ, “মার্কেটের ভিতর আধঘন্টা মতো ছিলাম। বেরিয়ে দেখি আমার মোটরবাইকটি উধাও।” পুলিশ তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ জোগাড় করেছে। সেখানে বাইক চুরি করে দু’জন যুবক পালাচ্ছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কয়েকদিনের মধ্যে একের পর এক শহরের ভিতর গয়নার দোকানে লুঠ, ছিনতাই, কেপমারির মতো ঘটনায় আতঙ্ক বাড়ছে শহরবাসীর। পুলিশ সাদ্দাম শেখ নামে এক দাগী দুষ্কৃতীকে ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতারও করেছে। আপাতত পুলিশের হেফাজতে রয়েছে সাদ্দাম।
কুয়োয় পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু হল এক খনিকর্মীর। দুর্ঘটনাটি ঘটেছে অন্ডালের পরাশকোল মুন্ডা পাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজু ভুইঞা (২৪)। তিনি স্থানীয় খাসকাজোড়ার ডিপোপাড়ার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন তিনি সকাল ৮টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। দুপুর ২টো নাগাদ তিনি যখন একটি কুয়োর উপরে বসেছিলে তখনই কোনওভাবে কুয়োর ভিতর পড়ে যান। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।
আটক ট্রাক্টর
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
বেআইনি ভাবে কয়লা পাচারের অভিযোগে একটি ট্যাক্টরকে আটক করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার শিবপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্যাক্টরটির উপরে পাথর রাখা হলেও নিচে ছিল কয়লা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কোথায় কী
দুর্গাপুর
দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। এমএএমসি মাঠ। বিকাল ৩টা ১৫ মিনিট। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
বুড়ো সরকার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। কমলপুর ফুটবল মাঠ। বিকাল সাড়ে ৩টা।
দাঁইহাট
যুব সম্মেলন। টাউন হল। সকাল ১০টা। ভারতীয় জনতা যুব মোর্চা, কাটোয়া ২ মণ্ডল কমিটি।