Advertisement
২১ মে ২০২৪

আন্তঃকলেজ ক্রিকেটের ফাইনালে হারল বর্ধমান

পনেরো বছর পরে আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল হুগলি মহসিন কলেজ। এই প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বড় ব্যবধানে মহসিন কলেজ হারায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগকে।

 লড়াই: বর্ধমানের মোহনবাগান মাঠে চলছে ক্রিকেট। নিজস্ব চিত্র

লড়াই: বর্ধমানের মোহনবাগান মাঠে চলছে ক্রিকেট। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০১:১৪
Share: Save:

পনেরো বছর পরে আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল হুগলি মহসিন কলেজ। এই প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বড় ব্যবধানে মহসিন কলেজ হারায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগকে। আবহাওয়া খারাপ থাকায় বৃহস্পতিবার মোহনবাগান মাঠে নির্ধারিত ৩৫ ওভারের বদলে ২২ ওভারের খেলা হয়। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় স্নাতকোত্তর বিভাগ। এক ওভার খেলা হতেই বৃষ্টি শুরু হয়। আম্পায়াররা খেলা বন্ধ করে মাঠের বাইরে চলে আসেন। ঢেকে দেওয়া হয় পিচ। কিছু পরে বৃষ্টি থামলেও মাঠের চারপাশ ভিজে থাকায় ওভার কম করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

হাল্কা হাওয়া আর মাঠ ভিজে থাকায় প্রথমে বল করতে সুবিধা হয় স্নাতকোত্তর বিভাগের। পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ২৮ রান তোলে মহসিন। ধীরে ধীরে খেলা ধরে ফেলে মহসিন কলেজ। আর মাথা তুলে দাঁড়াতে পারেনি স্নাতকোত্তর বিভাগ। খারাপ ফিল্ডিং আর ক্যাচ ফেলার বহরে ২২ ওভারেই দশের বেশি গড় নিয়ে ৬ উইকেটে ২২৩ রান তোলে মহসিন। এ দিন ৬টি ক্যাচ ফেলে স্নাতকোত্তর বিভাগ। মহসিনের অভিজিৎ মাল ৪২ বলে ৯১ রান তোলেন। ইনিংস সাজানো ছিল ৯টি ছয় আর তিনটে চারে। রাহুল কুণ্ডু ২৫ বলে ৪১ রান করেন।

বড় রানের ইনিংস তাড়া করতে নেমে প্রথম থেকেই রানের গতি বাড়ানো দরকার ছিল স্নাতকোত্তরের। কিন্তু, সে পথে পা বাড়ায়নি ওপেনিং জুটি। প্রথম ১০ ওভারে ২৯ রান ওঠে। শেষ উইকেটে ৪৩ রান যোগ হওয়ায় একশোর গণ্ডি পেরোয় স্নাতকোত্তর বিভাগ। সর্বোচ্চ রান করেন শুভরূপ দত্ত (৩০)। মহসিনের হয়ে এ দিনও ভাল বল করেন স্পিনার সুপ্রভাত বর্মণ (৪/৮)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Burdwan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE