Advertisement
০২ মে ২০২৪

ফুটপাথের দখল পেতে অভিযান গুসকরায়

শহরের বিভিন্ন রাস্তার ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামতে চলেছে গুসকরা পুরসভা। সোমবার পুরসভার এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
গুসকরা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০০:০০
Share: Save:

শহরের বিভিন্ন রাস্তার ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামতে চলেছে গুসকরা পুরসভা। সোমবার পুরসভার এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুসকরা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা— যেমন বাসস্ট্যান্ড, স্টেশন, নিউটাউন, স্কুল মোড়, রেলগেট, বাজার, আউশগ্রাম রোড ইত্যাদি এলাকায় ফুটপাথ দখল করে ব্যবসা করার অভিযোগ বহু দিনের। এতে চলাফেরা করতে যেমন অসুবিধা হয়, তেমনই সমস্যা হয় যান চলাচলে। দুটো গাড়ি মুখোমুখি হয়ে গেলেই যানজট শুরু হয়ে যায়। সমস্যা সবচেয়ে জটিল গুসকরা বাজার এলাকায়। ওই এলাকায় রাস্তার মধ্যেই বিক্রেতারা জিনিসপত্র নিয়ে বসে পড়েন। অনেকে আবার ত্রিপল টাঙিয়ে রাস্তা দখল করে নিচ্ছেন। এতে সাধারণ মানুষকে নাকাল হতে হয়।

গুসকরা ক্ষেত্রপালতলার বাসিন্দা গৌতম দত্তের অভিযোগ, “দিন কয়েক আগে মোটরবাইকে বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় গলায় ত্রিপলের দড়ি লেগে আহত হয়েছিলাম।” স্থানীয় বাসিন্দা জিতু মণ্ডলের কথায়, ‘‘হাটবারে হেঁটেও হাটতলায় ঢোকা যায় না। কারোর জিনিসে পা লেগে গেলে তিনি নানা কথা শোনান।’’ এ সব দেখেশুনেই ফুটপাথ দখলমুক্ত করার ভাবনা বলে জানিয়েছে পুরসভা। পুরসভার একটি কমিটির চেয়ারম্যান নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন, “সাধারণ মানুষ অভিযোগ জানাচ্ছিলেন। তাই ফুটপাথকে দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।” একই সঙ্গে তিনি যোগ করছেন, “কারোর জীবিকা বন্ধ করা পুরসভার উদ্দেশ্য নয়। তাই প্রাথমিক ভাবে মাইকিং করে সতর্ক করা হবে। তাতে কাজ না হলে পুরসভা থেকে গিয়ে সরিয়ে দেওয়া হবে। মালপত্রও বাজেয়াপ্ত করা হতে পারে।” পুরসভার এই সিদ্ধান্তে এলাকাবাসী খুশি। তাঁরা চান, এমন সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত করুক পুরসভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Campaign footpath
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE