Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তারকা নামিয়ে টক্করের চেষ্টা শেষ বেলার প্রচারে

প্রচারপর্বে তারকাদের নিয়ে এসে তাক লাগানোর উপরেই বারবার জোর দিয়েছিল শাসকদল। আর বাম-কংগ্রেস জোট ভরসা রেখেছিল স্থানীয় নেতাদের এলাকা ঘুরে প্রচারে। শেষ দিনেও সেই ধারাই বজায় রইল আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের ন’টি আসনে। শেষবেলায় তারকা-প্রচারে ঝড় তোলার চেষ্টা করল বিজেপি-ও। এ দিন সকালে দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে তৃণমূলের সভায় হাজির হন অভিনেতা-সাংসদ দেব।

দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে তৃণমূলের সভায় দেব। বাঁ দিকে, শ্যামপুরে রোড-শো বিজেপির তারকা সাংসদ বাবুল সুপ্রিয়ের। ছবি: বিকাশ মশান।

দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে তৃণমূলের সভায় দেব। বাঁ দিকে, শ্যামপুরে রোড-শো বিজেপির তারকা সাংসদ বাবুল সুপ্রিয়ের। ছবি: বিকাশ মশান।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০২:৫৮
Share: Save:

প্রচারপর্বে তারকাদের নিয়ে এসে তাক লাগানোর উপরেই বারবার জোর দিয়েছিল শাসকদল। আর বাম-কংগ্রেস জোট ভরসা রেখেছিল স্থানীয় নেতাদের এলাকা ঘুরে প্রচারে। শেষ দিনেও সেই ধারাই বজায় রইল আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের ন’টি আসনে। শেষবেলায় তারকা-প্রচারে ঝড় তোলার চেষ্টা করল বিজেপি-ও।

এ দিন সকালে দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে তৃণমূলের সভায় হাজির হন অভিনেতা-সাংসদ দেব। ছিলেন মুকুল রায়ও। দেবের হেলিকপ্টার নজরে পড়তেই মানুষ দৌড়ন সভার মাঠে। দেব মঞ্চে ওঠার সময়ে পুরুষ, মহিলা থেকে কচিকাঁচারাও ব্যারিকেড ভেঙে একেবারে মঞ্চের গায়ে হাজির হন। হাত মেলানোর আশায় ছিলেন অনেকে। কিন্তু তা আর হয়নি। সভা শেষে আক্ষেপ স্নেহাশিস মুখোপাধ্যায়, বিশাখা বসুদের গলায়। তাঁদের কথায়, ‘‘ভেবেছিলাম, যদি মঞ্চ থেকে নামেন, এক বার ছুঁয়ে দেখব!’’

দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী অপূর্ব মুখোপাধ্যায়ের হাত ধরে দেব বলেন, ‘‘প্রার্থীকে জেতান। শহরের উন্নয়ন হবে।’’ হাততালি দেয় জনতা। এই সভাতেই মুকুল রায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালকে ‘মীরজাফর’ আখ্যা দিয়ে বলেন, ‘‘তৃণমূলে আসার আগে ওকে কে চিনত?’’ বিশ্বনাথবাবু অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। ফুলঝোড়ে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে আর একটি সভায় যান দেব। তাঁর হেলিকপ্টার দাঁড়িয়েছিল গ্যামন ব্রিজ লাগোয়া মাঠেই। মাথার উপরে গনগনে রোদ উপেক্ষা করেও অনেকে দাঁড়িয়েছিলেন আর এক বার দেব-দর্শনের অপেক্ষায়।

এ দিন বিকেলে বড়জোড়ায় প্রচার সেরে এসে দুর্গাপুরে রোড-শো করেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। শ্যামপুরের সুভাষপল্লি থেকে রোড শো শুরু করে সুকুমার নগর কলোনি, শ্যামপুর বাজার, শ্যামপুর মোড়, রবীন্দ্র পল্লি, বাঁকুড়া মোড়, দুর্গাপুর বাজার পরিক্রমা করেন তিনি। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কল্যাণ দুবে। তিনি বলেন, ‘‘শেষবেলায় বাবুলকে প্রচারে পেয়ে খুশি হয়েছি। আশা করি এর সুফল ভোটবাক্সে পড়বে।’’ কংগ্রেস প্রার্থী বিশ্বনাথবাবু সকালে ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে মিছিল করেন। কুড়ুরিয়াডাঙা, আমরাই, কাণ্ডেশ্বর ঘোরে সেই মিছিল। বিকেলে আবার ২২ নম্বর ওয়ার্ডে সি-জোন বস্তি এলাকায় মিছিল করেন তিনি। এ ছাড়া পথসভা করেন দুর্গাপুর বাজার ও সিটি সেন্টার ডেলি মার্কেট এলাকায়।

জামুড়িয়ায় এ দিন বিজেপি প্রার্থী সন্তোষ সিংহের সমর্থনে প্রচারে আসেন গায়ক-অভিনেতা মনোজ তিওয়ারি। খান্দরায় তৃণমূল প্রার্থী নার্গিস বানো বড় রোড-শো করেন। ছিলেন অভিনেত্রী ঋত্বিকা সাহা। আসানসোলে অবশ্য এ দিন কোনও দল বড়সড় সভা বা রোড-শো করেনি। সব দলের নেতা-কর্মীরা জোর দিয়েছিলেন মাইকে প্রচার ও বাড়ি-বাড়ি গিয়ে ভোট দেওয়ার আর্জি জানানোর উপরেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Celebrities dev Babul Supriyo bjp tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE