Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Christmas

বড়দিনে চার্চ বন্ধ থাকবে

স্বাস্থ্য-বিধির কথা মাথায় রেখে দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম বড় চার্চ সিটি সেন্টারের ‘সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চ’ সারাদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চার্চের বাইরে প্রস্তুতি। নিজস্ব চিত্র।

চার্চের বাইরে প্রস্তুতি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০২:৫৩
Share: Save:

কাল, শুক্রবার বড়দিন। দুর্গাপুরের সিটি সেন্টারের চার্চে উৎসবের প্রস্তুতি চলছে কয়েকদিন ধরেই। তবে স্বাস্থ্য-বিধির কথা মাথায় রেখে দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম বড় চার্চ সিটি সেন্টারের ‘সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চ’ সারাদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতি বছর এই চার্চ ফুল ও রঙিন আলোকমালায় সেজে ওঠে। চার্চের প্রাঙ্গণে বিভিন্ন মূর্তি ও আনুষঙ্গিক অন্য সামগ্রী ব্যবহার করে জিশুর জন্মবৃত্তান্ত ফুটিয়ে তোলা হয়। দর্শনার্থীরা ভিতরে গিয়ে মোমবাতি জ্বেলে দেন। ফাদার রাজ শেখর জানিয়েছেন, চার্চ খোলা থাকলে ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হবে। তাই ২৫ ডিসেম্বর চার্চ পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার্চের সামনে ক্ষুদিরাম সরণির ধারে ফাঁকা জায়গায় এ বার উৎসব হবে। সেখানেই থাকছে প্রার্থনার ব্যবস্থা। নির্দিষ্ট দূরত্ব মেনে দর্শনার্থীরা আসবেন। তা দেখার জন্য স্বেচ্ছাসেবক ও নিরাপত্তারক্ষীরা থাকবেন।

গোশালা-সহ জিশুর জন্মবৃত্তান্ত ফুটিয়ে তোলা হবে মাঠের এক পাশে। এ ছাড়া, একটি উঁচু পাকা জায়গা গড়ে তোলা হয়েছে। সেখানেই মোমবাতি জ্বেলে ভক্তি নিবেদনের ব্যবস্থা থাকছে। চার্চ সূত্রে জানা গিয়েছে, অন্য বার সান্তা ক্লজ় ঘুরে ঘুরে শিশুদের হাতে চকলেট গুঁজে দেন। এ বার দু’জন সান্তা ক্লজ় থাকবেন। তাঁরা মাঠে ঘুরে ঘুরে মাস্ক তুলে দেবেন। ফাদার বলেন, ‘‘এ বার হয়তো অন্য বারের মতো স্বাধীন ভাবে উৎসব পালন করা যাবে না। তবে যতটা পারা যায়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Christmas church Durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE