রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে কি বাংলা ছবির ‘ম্যাটিনি আইডল’ উত্তম কুমারের মতো দেখতে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই মনে করেন। খানিকটা লঘু সুরে হলেও বুধবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে তেমনই অভিমত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। সেই বৈঠকেই রাজ্য পুলিশের প্রধান মনোজকে ‘উত্তম কুমারের মতো দেখতে’ বলে মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী দুই বর্ধমানের পুলিশ-প্রশাসন নিয়ে কথা বলছিলেন। শুনছিলেন পুলিশকর্তাদের অভিমতও। প্রশ্ন করছিলেন এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশের বক্তব্যের বিষয়েও। সেই সূত্রেই মমতা বলেন, ‘‘ডিজির কিছু বলার আছে?’’ তার পরেই মাইক্রোফোন ধরেন মনোজ। তখনই খানিক রসিকতার সুরে মমতা বলেন, ‘‘আমাদের ডিজি খুব শান্তশিষ্ট। দেখো, দেখতে-শুনতে একেবারে উত্তম কুমারের মতো।’’