Advertisement
০৩ মে ২০২৪

ঠিকাদারকে মারধর চিত্তরঞ্জনে

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাস্তায় ফেলে ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল। বুধবার রাতে চিত্তরঞ্জনের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০২:৪৩
Share: Save:

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাস্তায় ফেলে ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল। বুধবার রাতে চিত্তরঞ্জনের ঘটনা।

অমিত চক্রবর্তী নামে চিত্তরঞ্জন রেল আবাসনের বাসিন্দা ওই ঠিকাদার জানান, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কয়েকজন দুষ্কৃতী আচমকা তাঁর পথ আটকায়। অমিতবাবুর অভিযোগ, ‘‘ওরা প্রথমে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। পরে রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধর করে। কোনও মতে পালিয়ে বাঁচি।’’

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ব্যবসায়িক গোলমালের কারণে এই হামলা হতে পারে। অমিতবাবু জানান, দিন তিনেক আগে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার একটি কাজের বরাত পাওযার জন্য দরপত্র জমা দিতে যান তিনি। অভিযোগ, তখন দরপত্র জমা না দেওয়ার জন্য কয়েক জন অমিতবাবুকে হুমকি দেয়। অমিতবাবুর দাবি, ওই রাতেও দুষ্কৃতীরা হুমকি দিয়েছে, ‘‘দরপত্র জমা করলে গুলি করে মেরে ফেলা হবে।’’

আক্রান্ত ঠিকাদারের অভিযোগ, ওই রাতে চিত্তরঞ্জন থানায় অভিযোগ দায়ের করতে গেলে তা নিতে অস্বীকার করেন কর্তব্যরত পুলিশকর্মী। পরে অবশ্য এডিসিপি (পশ্চিম) বিশ্বজিৎ মাহাতার হস্তক্ষেপে অভিযোগ নেওয়া হয়। কারখানার সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও অশান্তি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

contractor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE