Advertisement
২০ এপ্রিল ২০২৪

জওয়ান ও স্ত্রীর রক্তাক্ত দেহ আবাসনে

রেল আবাসনে এক বিএসএফ জওয়ান ও তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ মিলল আসানসোলে। বৃহস্পতিবার দুপুরে শহরের ডুরান্ড কলোনিতে ওই জওয়ান স্ত্রীকে গুলি করে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০১:২১
Share: Save:

রেল আবাসনে এক বিএসএফ জওয়ান ও তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ মিলল আসানসোলে। বৃহস্পতিবার দুপুরে শহরের ডুরান্ড কলোনিতে ওই জওয়ান স্ত্রীকে গুলি করে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজেশ সিংহ (৪২) নামে ওই জওয়ান নাগাল্যান্ডে কর্মরত ছিলেন। ডুরান্ড কলোনির ওই রেল আবাসনে তাঁর দাদার পরিবারের সঙ্গে থাকতেন স্ত্রী মিনি সিংহ (৩৫) ও দুই মেয়ে। মেয়েরা আসানসোলের স্কুলেই পড়াশোনা করে। দিন পাঁচেক আগে রাজেশবাবু ছুটি নিয়ে সেখানে ফেরেন। রাজেশবাবুর দাদা নিজের পরিবার ও ভাইয়ের মেয়েদের নিয়ে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে দিন কয়েক আগে ঝাড়খণ্ডের জামুইয়ে গিয়েছেন। এ দিন ঘটনার সময়ে তাই ওই দম্পতি ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না বলে জেনেছে পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দেহের সামনে উল্টে রয়েছে দু’টি ভাতের থালা। চার দিকে ছড়িয়ে-ছিটিয়ে খাবার। কাছেই পড়েছিল দোনলা বন্দুকটি। এডিসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘প্রাথমিক তদন্তের পরে মনে করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে।’’

প্রতিবেশীরা অবশ্য জানান, এই পরিবারে কখনও অশান্তির আঁচ তাঁরা পাননি। ওই দম্পতির মধ্যে কোনও বিবাদ রয়েছে বলেও তাঁদের জানা ছিল না। এ দিন সকালেও তাঁদের সঙ্গে কয়েক জন পড়শির কথাবার্তা হয়েছিল। দুপুরে প্রতিবেশীরাই পরপর দু’টি গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখেন, দু’টি রক্তাক্ত দেহ পড়ে আছে। তাঁরাই পুলিশে খবর দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Couples housing dead body asansol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE